বাঙলা চিরদিনই কবিতার দেশ। একমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের বৈচিত্র্যই বাঙালিকে কবি করেনি—তার কবি প্রতিভার মূলে মননরীতির বৈশিষ্ট্যও সমানই পরিস্ফুট। কবি ও সম্পাদক হুমায়ুন কবীর বলেন—ষড়ঋতুর বিচিত্র নৃত্যলীলা যাঁরা দেখেছেন, তাঁরা জানেন যে বাঙালির কবিমানসের উৎস কোথায়! আম জাম কাঁঠাল লিচুর মতো এখানকার মাটিতে কবিতাও জন্মায়। কবিতার রস ছন্দ শৈলীতে যেন এখানে নতুন মুখে জেগে ওঠে আমাদেরই বাংলাদেশ। সে বাংলারই বেশ কয়েকজনের কবিতা ঠাঁই পেয়েছে "গোধূলি লগ্নে" কাব্যগ্রন্হে। প্রতিজন কবি তাঁর কবিতার প্রতিটি চয়নে বুঝিয়ে দিয়েছেন তাঁদের উন্নত রুচি সম্পর্কে। বিভিন্ন ধরনের কবিতা রয়েছে এই বইটিতে। প্রেম ভালোবাসা বিচ্ছেদ থেকে শুরু করে বাংলার প্রতি টান ভালোবাসা এবং ধর্ম বিষয়ক অনেক কবিতার সমাহার "গোধূলি লগ্নে "। এটা কাউসার আহমাদ–এর সম্পাদনায় প্রকাশিত চতুর্থতম বই। তিনি জানান—বইটির প্রতিটি কবিতাই হৃদয়স্পর্শী। প্রতিজন কবিই লিখেছেন তাঁদের কবিতা হৃদয়ের সবটুকুন আবেগ ভালোবাসা দিয়ে। সবিশেষে তিনি বইটির সাথে সম্পৃক্ত কবি এবং সহযোগীগণদের ভালোবাসা জানিয়েছেন! শুভকামনা জানিয়েছেন বর্তমান সময়ে বাংলা সাহিত্যের অন্যতম প্রকাশনী "সময়ের সুর প্রকাশন"কে!