'মা' মইনুল হোসেন প্রবাদ আছে- মাতৃ ভক্তি অটুট যত সেই সন্তান হয় কৃত্তি তত... কবি মইনুল হোসেন সেই মাতৃভক্ত কৃতিসন্তান। তাঁর সমগ্র কাব্যগ্রন্থটিই শুধুমাত্র মাতৃ বন্দনায় নির্মিত। যেখানে আসমুদ্রহিমাচল শুধু জননীর ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে গড়ে তুলেছেন মা ভক্তির এই অনন্য তাজমহল কাব্যগ্রন্থ 'মা'। সাহিত্যের ইতিহাসে আরো একজন বিপ্লবী মা আছেন। তিনি ম্যাক্সিম গোর্কির সাড়া জাগানো বিখ্যাত উপন্যাস 'মা'। যে উপন্যাসে মাকে তুলে ধরা হয়েছে সন্তানের ভালোবাসায় নিমগ্ন অনন্য দিশারী মা হিসেবে। যা জগতের সকল সাহিত্য অনুরাগী মাত্রই জানেন। এই উপন্যাস এমনই বিখ্যাত- যে মা বললেই ম্যাক্সিম গোর্কির মা আগেই সামনে চলে আসে। কবি মইনুল হোসেনের মা তেমনি এক অসামান্য কাব্য, শুধুমাত্র জন্মদাত্রী মায়ের বিশুদ্ধ ও নির্ভেজাল গুনকির্তন ও মায়ের প্রতি ভালোবাসার অনন্য দলিল 'মা' কাব্যগ্রন্থ। শুধু তাই নয় এই কাব্যকার মায়ের স্মৃতি, মায়ের মধ্য ও বার্ধক্যর এক অসাধারণ দৃশ্যপট এঁকেছেন, যা মলাটবন্ধি হয়ে পাঠকের হাতে পৌঁছে যাবে। বাংলা সাহিত্যে যত শাখা-প্রশাখা আছে- গান, গীতিকবিতা, ছড়া ও গদ্য সবখানেই মায়ের এক বিশাল ভজনা, বন্দনা বিদ্যমান। কবি মইনুল হোসেন-এর 'মা' কাব্যগ্রন্থ সেই মুকুটে আর একটা সংযুক্ত পালক। কবি অন্তমিল ছন্দে তাঁর মা কাব্যের পঙক্তিগুলো সাজিয়েছেন। এখানে দৃশ্যত দুইটা ভাগে কাব্যগ্রন্থটি নির্মিত, প্রথমত মায়ের জীবদ্দশা এর কথকতা। অন্যটি মায়ের মৃত্যু পরবর্তি অধ্যায়। এই দুইয়ের সংমিলনেই এই কাব্যগ্রন্থ 'মা' সমুজ্জ্বল হয়ে উঠেছে। সেই মা'কে সালাম যে মা তার অসীম প্রভাব দিয়ে মইনুল হোসেনকে কবি হতে প্রাণীত করেছে। মা ভালো থাকুন জান্নাতুল ফেরদৌসে। আমার বিশ্বাস কবি তাঁর মা কাব্যগ্রন্থ দিয়ে জিতে আনবেন ব্যাপক পাঠক প্রিয়তা। কবির জন্য শুভ কামনা।
মাহবুব খান কবি ও ঔপন্যাসিক, প্রতিষ্ঠাতা মহাসচিব অনুশীলন সাহিত্য পরিষদ