দেশ ভ্রমণের নেশা যাকে পেয়ে গেছে সে ভ্রমণ ছাড়া থাকতে পারে না। আমাদের জীবনের আনন্দের অন্যতম অনুসঙ্গ ভ্রমণ। বিশ্ব বিখ্যাত ভ্রমণকারী ইবনে বতুতা, ফা-হিয়েন, হিউয়েন সাং, মার্কো পোলো প্রমুখদের কথা আমরা কমবেশী সবাই জানি। ঘরের বাইরে পা ফেলে দুনিয়ার অদেখা সৌন্দর্য, অচেনা পথঘাট, অজানা রহস্য জানতে কার না মন চায়? সুযোগ পেলে আমিও পিছপা হইনা। এটা আমার তৃতীয় ভ্রমণ কাহিনী। এর আগে আমার প্রকাশিত হিমালয়ের ডায়রী, ভারতের পথে পথে পাঠক প্রিয়তা পেয়েছে। এটাও আপনাদের মন জয় করবে বিশ্বাস। যাদের আর্থিক সঙ্গতি আছে তাদের অনেকেই আজকাল চিকিৎসার্থে শ্যামদেশ বা থাইল্যান্ড যান। তাদের কাছে অনুরোধ এর ফাঁকে ফাঁকে যদি সুযোগ পান দেশটা দেখবার চেষ্টা করবেন। আমি অবশ্য শুধু বেড়াবার উদ্দেশ্যেই সে দেশে গিয়েছিলাম। বিলাতে আন্তর্জাতিক ডেভেলপমেন্ট কনসালট্যান্ট হিসাবে কর্মরত আমার ছোট মেয়ে ওফা হাফিজ প্রেটির উদ্যোগেই এটা সম্ভব হয়েছিল। একা একা বেড়াতে কার ভাল লাগে? দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত থাইল্যান্ড সত্যিকার অর্থেই সুন্দর ও বৈচিত্র্যপূর্ণ। ট্যুরিজম যে একটি ইন্ডাস্ট্রি তা এদেশে বেড়াতে না এলে টের পাওয়া যায় না। দেশটির আয়তন ৫১৩১২০ বর্গ কিলোমিটার আর বিগত আদম শুমারি অনুযায়ী লোক সংখ্যা ৬৭,৭৪১,৪০১। ভ্রমণ কাহিনীটিতে রয়েছে দেশটির বিভিন্ন স্থানে ভ্রমণ বিষয়ক খুটিনাটি। যারা সে দেশে বেড়াতে যেতে চান তারা এ বইতে অনেক দরকারী তথ্য খুঁজে পাবেন।