বাংলাদেশ রাষ্ট্রের জন্ম থেকে উন্নয়ন, অবক্ষয়, নীতি, দুর্নীতি সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে রাজনীতি। মানব-জীবনের ভালমন্দ নিয়ে ভাবিত ও তাড়িত লেখক-শিল্পীর সৃজনকর্মে রাজনীতি তাই ছায়া ফেলে প্রত্যক্ষভাবে, কখনোবা পরোক্ষে। মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত শক্তিমান কথাশিল্পী মঞ্জু সরকার লেখকজীবনের শুরু থেকেই তীক্ষ্ণভাবে রাজনীতি-সচেতন। এ কারণে তাঁর ছোটগল্পে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের কাণ্ডারী বঙ্গবন্ধু যেমন এসেছে, তেমনি মনোযোগ পেয়েছে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থিত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের নেতা, এমনকি তৃণমূল পর্যায়ের সাধারণ কর্মীটিও। তবে পটভূমি ও কাঠামো যাই হোক, সব গল্পের কেন্দ্রেই থাকে বঞ্চিত ও প্রান্তিক মানুষের জীবনযাত্রার, চালচিত্রের বিশ্বস্ত চিত্রণ এবং গল্পের মানুষগুলোর প্রাণস্পন্দনও মর্মস্পর্শী হয়ে ওঠে পাঠকের হৃদয়ে। এ যাবৎ রচিত লেখকের শতাধিক ছোটগল্পের মধ্য থেকে বিভিন্ন সময়ে সমাজ-রাষ্ট্র-রাজনৈতিক বিষয়ানুষঙ্গে রচিত ও প্রকাশিত পাঠকনন্দিত ও আলোচিত পনেরটি নির্বাচিত গল্প নিয়ে প্রকাশিত হলো রাজনৈতিক গল্প। আশা করি, নির্বাচিত গল্পগুলিতে লেখকের শৈল্পিক দক্ষতা যেমন, তেমনি গত পঞ্চাশ বছরের বাংলাদেশের সমাজ ও জনজীবনের বিশ^স্ত চালচিত্র অনেকখানি স্পষ্ট হয়ে উঠবে।
মঞ্জু সরকার বাংলাদেশের প্রতিষ্ঠিত কথাশিল্পী। ছােটগল্প, উপন্যাস ও শিশুসাহিত্য রচনায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এ পর্যন্ত প্রকাশিত অর্ধশতাধিক গ্রন্থে। সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ১৯৯৮ সালে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। এ ছাড়াও ফিলিপস, ব্যাংক, আলাওল ও অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য। পুরস্কারসহ পেয়েছেন অনেক সম্মাননা। ২০০৬ সালে আইওয়ার ইন্টারন্যাশনাল রাইটিং প্রােগ্রামে অংশ নিয়েছেন। পেশাগত জীবনে সরকারি চাকরি ত্যাগের পর দুটি জাতীয় দৈনিকে সহকারী সম্পাদক হিসেবে এক দশক চাকরি করেছেন। বর্তমানে স্বাধীন ও সার্বক্ষণিক লেখক। উল্লেখযােগ্য কিছু গ্রন্থ- উপন্যাস : লেখক, অচল। ঘাটের আখ্যান, অন্তর্দাহ, বরপুত্র, আবাসভূমি, অবগুণ্ঠন, দাঁড়াবার জায়গা, প্রতিমা উপাখ্যান, সিন্দুকের চাবি, যমুনা, নগ্ন আগন্তুক ও তমস। ছােটগল্প : অবিনাশী আয়ােজন, মৃত্যুবাণ, উচ্ছেদ উচ্ছেদ খেলা, অপারেশন জয় বাংলা, রূপান্তরের গল্পগাথা, অগস্ত্যযাত্রা ও অন্যান্য গল্প । শিশুসাহিত্য : ছােট্ট এক বীরপুরুষ, নান্টুর মেলা দেখা, মস্ত বড়লােক, যুদ্ধে যাওয়ার সময়, ডিজিটাল দীপু ও মুক্তিযােদ্ধা দাদু। মঞ্জু সরকারের জন্ম ১ সেপ্টেম্বর, ১৯৫৩, রংপুরে ।