গোয়েন্দাগল্প পড়তে কে না ভালোবাসে! রহস্যপ্রিয় ও বিজ্ঞানমনস্ক যারা, তাদের অনেকেই মনে মনে গোয়েন্দা হতে চায়। মাথায় রিমঅলা হ্যাট, হাতে ম্যাগনিফাইং গ্লাস, দুচোখে প্রখর দৃষ্টি- এই নিয়ে কাজ করেন একজন চৌকস গোয়েন্দা। ‘তদন্তে ভুল ছিল’ এমন একটি কিশোর গোয়েন্দাগল্প গ্রন্থ যেখানে স্কুল ও কলেজপড়ুয়া ছেলেমেয়েরা মগজ খাটানোর বেশুমার সুযোগ পাবে। সামান্য একটা ভুল তথ্যের কারণে মেজদারোগা নরেশ যেমন ওসি সাহেবের কাছে প্রচ- ঝাড় খায়, তেমনি সামান্য একটা আংটির দাগ দেখে কী করে আসল অপরাধীকে পাকড়াও করা যায়, সেই শিক্ষাও এখানে রয়েছে। বেচারা টুবলু তার প্রিয় স্পাই-কলম হারিয়ে যখন বলতে গেলে দিশেহারা, ঠিক তখনই গোয়েন্দা গুবলু মাথা খাটিয়ে তার সাত বন্ধুর মাঝ থেকে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে। আবার একটা মামুলি হাঁচির শব্দ শুনে গোয়েন্দা বজলু তার বন্ধু হাবুলের হারানো বিড়াল খুঁজে পায়। সেই সাথে অবশ্য অপরাধীর হাতে খাঁমচির দাগও সে দেখতে পেয়েছিল। আবার তিতিরের র্বাবি ডল হারানোর কথাই ধরুন। চোরের গায়ে তুলো দেখে ওরা তাকে শনাক্ত করে। কিন্তু সে কিছুতেই দোষ স্বীকার করবে না। পুতুল কোথায় রেখেছে তা জানতে না পারলে তাকে ধরাও যায় না। শেষে একটা তেঁতুলগাছ চোখে পড়ে রাজিবের। গাছটা ক্রমশ শুকিয়ে যাচ্ছে কেন! সেই রহস্য খুঁজতে গিয়ে রাজিব পেয়ে যায় পুতুলের হদিস। কীভাবে! জানতে হলে পড়ুন কিশোর গোয়েন্দাগল্প ‘তদন্তে ভুল ছিল’।