গল্পকার মোহাম্মদ হোসেন গল্প চাষে পুরনো কৃষক। প্রায় এক দশক ধরে করে আসছেন গল্পের চাষাবাদ। ‘মিরা ফুল্লরা ও অন্যান্য গল্প’ তারঁ দ্বিতীয় গল্পগ্রন্থ। বাংলা সাহিত্যের অজস্র গল্পের ভীড়ে মোহাম্মদ হোসেনের গল্পে পাঠককে টানার আলাদা মোহ আছে। ‘মিরা ফুল্লরা ও অন্যান্য গল্প’য় সন্নিবেশিত গল্পগুলোর চরিত্র উঠে এসেছে মূলত নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি থেকে। সৃষ্ট চরিত্রগুলো এতোটাই জীবনঘনিষ্ঠ যে, মনে হয় বর্তমান যাপিত জীবনেরই মুখাবয়ব। অভাবের কাছে আবেগের পরাজয় কী ট্র্যাজেডিপূর্ণ হয় তা রোমান্টিক অবয়বে তুলে এনেছেন নিখুতঁভাবে। সাধারণ মানুষের প্রতি রাজনৈতিক নেতাকর্মীদের স্বেচ্ছাচারিতা, কর্মক্ষেত্রে নারী সহকর্মীদের প্রতি বিব্রতকর আচরণ ও দৃষ্টিলোলুপতা, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তলিয়ে পড়া, কিশোর সমাজ কর্তৃক প্রযুক্তির অপব্যবহার, মানবতা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলসহ যাপিত জীবনের তামাম মূহুর্তগুলো গভীর ধ্যানে আত্মস্থ করেই মূর্ত রূপ পেয়েছে ‘মিরা ফুল্লরা ও অন্যান্য গল্প’। পাঠককে মোহাবিষ্ট করার জন্যে ‘মিরা ফুল্লরা ও অন্যান্য গল্প’য় যে মাদকতা রয়েছে তা হলÑ প্রবাদ প্রবচনের যুৎসই ব্যবহার, গদ্য হয়েও ছন্দময়তার খই ফোটা, শব্দালঙ্কারের মধুর ঝংকার, বাস্তব উপমার কার্যকর প্রয়োগ, আর রোমান্টিকতায় চড়েও মানবিক ঝোঁক। বাক্যবিন্যাসের কারুকার্য, দৃষ্টিভঙ্গির গভীরতা, আঙ্গিকের যথাযথ প্রয়োগও নিত্য ঘটমান। কিন্তু পটভূমির বৈচিত্রময়তাই ‘মিরা ফুল্লরা ও অন্যান্য গল্প’র অক্ষয় জৌলুস।