ভূমিকা আমার সম্মানীয় সহকর্মী প্রফেসর ড. মঞ্জুলা চৌধুরী এবং ড. সেরিনা সুলতানা সংস্কৃত নাট্যতত্ত্ব গ্রন্থে ভূমিকাস্বরূপ কিছু লিখে দিতে অনুরোধ করে আমায় সম্মানিত করেছেন। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। আবহমান বাংলার সংস্কৃতির সাথে আমাদের সম্পর্ক খুব নিবিড় ও নিকট। আর সে কারণেই সংস্কৃত নাট্যতন্ত সম্পর্কে জানা আমাদের জন্য কতকটা নিজেকে জানারই সামিল। প্রাচীন ভারতীয় নাট্যতত্ত বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে 'নাট্যশাস্ত্র' সর্বাপেক্ষা প্রাচীন ও প্রামাণ্য গ্রন্থ। সংস্কৃত নাট্যশাস্ত্ররকে ভারতীয় ললিতকলার বিশ্বকোষ বলে অভিহিত করা হয়। সংস্কৃত নাট্যতত্ত্ব বিষয়টি কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ্যসূচির অন্তর্ভূক্ত। প্রফেসর ড. মঞ্জুলা চৌধুরী এবং ড. সেরিনা সুলতানা ছাত্রছাত্রীদের পাঠোপযোগী এ গ্রন্থ রচনায় উদ্যোগী হয়েছেন দেখে আমি আনন্দিত। অবতরণিকাসহ মোট নয়টি অধ্যায় সম্বলিত গ্রন্থটি পুস্তক রচনা শিল্পে মূল্যবান অবদান রাখবে এবং শিক্ষার্থী ও পাঠকগণের মাঝে সমাদৃত হবে বলে আমার বিশ্বাস। প্রথম প্রচেষ্টা হিসেবে তাদের এ লেখায় কিছু ভুলক্রুটি ঘটা স্বাভাবিক। তবু মাতৃভাষা বাংলায় বিশ্ববিদ্যালয় ও কলেজ স্তরে সংস্কৃত নাট্যতত্ত পঠন ও পাঠনের ক্ষেত্র তাঁদের অবদান অনস্বীকার্য। আমি তাদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি।
১ . রাফেসর ড. মো. ফজলুল হক তারিখ: ডীন রাজশাহী বিশ্ববিদ্যালয় কলা অনুষদ ২১ মে ২০২১ রাজশাহী বিশ্ববিদ্যালয়