সন্ধ্যা ছুঁই ছুঁই ---------------------- লুৎফুর রহমান চৌধুরী রাকিব ----------------------------- আমি ঘুমিয়ে পড়ি নিস্তেজ শরীর নিয়ে ফুটপাতের গা ঘেঁষে, ক্লান্ত দুপুরে , ঘুম ভাঙতেই কালো ছায়া চোখ স্পর্শ করে, চেয়ে দেখি তখন 'সন্ধ্যা ছুঁই ছুঁই' একটু পর নামবে ফুটপাথে মানুষের ঢল তাদের পায়ের বিকট শব্দে কাঁপতে--- শুরু করবে সমস্ত ফুটপাত, মনে হয় এ যেন পায়ের শব্দ নয় নিরীহ ফুটপাতের উপর দিয়ে রোলার চলছে। ফুটপাতে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে দেখি শহরের বুক জুড়ে লাল নীল বাতির খেলা নানান ঢংয়ের পোষাক পরা মানুষের মেলা বাহারি খাবারের সুগন্ধি ঘ্রাণে মোহিত , শহরের প্রাণকেন্দ্র -- এসব সুগন্ধি খাবারের ঘ্রাণে পেটে ক্ষিধার জ্বালা বেড়ে চলেছে--- জানি ঐ খাবার আমার ভাগ্য জুটবে না, হয়তো খাবারের ঘ্রাণে মিটে যাবে ক্ষিধার জ্বালা। ফুটপাতের জীবন বড় কষ্টের ,বড় বেদনার এই কষ্ট,বেদনার হাত ধরে, পথ চলেছি অবিরাম, কাদামাটি, ধুলো বালির সাথে বেঁধেছি নতুন ঘর, ফুটপাথের ময়লা আমার শুয়ার বিছানা মানুষের গালি, লাথি আর মুখের থুথু এখন আমার কাছে এক ঝলক মিষ্টি হাসি---- কারণ সব দুঃখ কষ্টকে নিয়েছি আমি মাথাপেতে স্বপ্নগুলো পড়ে থাক আমার সাথে ফুটপাতে।