"বাংলাদেশের ব্যাংকিংয়ের তিন দশক" বইটির সম্পর্কে কিছু কথা: ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয় বাংলাদেশের ব্যাংকিং খাতেও শাপমােচন হয়েছে। আধাঔপনিবেশিক পশ্চাৎপদ, ক্ষুদ্র ও পঙ্গুপ্ৰায় একটি ব্যাংকিং খাতের বিশাল সম্ভাবনা হঠাৎ বেশ অবারিত হয়ে গেল। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিগত তিন দশকে বাংলাদেশের ব্যাংকিং কিভাবে নানা চড়াই-উত্রাই অতিক্রম করে, সামরিক ও স্বৈরশাসনের নানা তােঘলকী বৈরি নীতি সত্ত্বেও কিভাবে আজকের অবস্থানে উপনীত হয়েছে তারই তথ্য চিত্র প্রখ্যাত সাংবাদিক ও কলাম লেখক এবং অর্থনীতি বিষয়ক গবেষক অজয় দাশগুপ্ত উপস্থাপন করেছেন তার বাংলাদেশে ব্যাংকিংয়ের তিন দশক শীর্ষক গবেষণামুলক গ্রন্থে। কোন উৎস থেকে সংগৃহীত হয়েছে ৬৫ হাজার কোটি টাকার বিপুলায়তন আমানত, ঋণ প্রাপ্তির জন্য সরকারি ও বেসরকারি খাতের কাড়াকাড়ি দ্বন্দ্ব, কেন্দ্রীভূত ঋণের গতিপ্রকৃতি, সুদের হারের রাজনীতি ওঅর্থনীতি প্রভৃতির সামগ্রিক চিত্র প্রতিফলিত হয়েছে এইগ্রন্থে। ঋণপ্রাপ্তিতে সমাজের কোন শ্রেণী আধিপত্য বিস্তার করে আছে, ব্যাংকার, রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের দুষ্টচক্র কিভাবে শিল্পায়নের নামে ঋণগ্রহণ করে নিঃশেষ করে ফেলছে ব্যাংকের জীবনীশক্তি তার দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। কয়েকটি কেস স্টাডিতে। সহজ, সরল ও সাবলীল ভাষায় লিখিত এই গ্রন্থে রয়েছে অসংখ্য লেখচিত্র এবং তথ্য সারণি। এসব তথ্য উপাত্ত এবং এর বিশ্লেষণে সমৃদ্ধ এ গ্রন্থে সর্বস্তরের ব্যাংকার, নীতি নির্ধারক এবং পাঠকবৃন্দ উপকৃত হবেন নিঃসন্দেহে। বাংলাদেশের ব্যাংকিং-এর উপর এরূপ বিশ্লেষণধর্মী গ্রন্থ খুব বেশিসংখ্যক রয়েছে বলে প্রতীয়মান হয় না। অজয় দাশগুপ্ত রসায়নশাস্ত্রে স্নাতকোত্তর অর্থনীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিক হিসেবে স্বাক্ষর রেখেছেন বিপুল কর্মপ্রয়াসের। মার্কসের ভাবনাকে কেন্দ্র করে একজন ছাত্র, যুব এবং রাজনৈতিক সংগঠক হিসেবে বর্ণাঢ্য অভিজ্ঞতার ভাণ্ডার গড়ে তুলেছিলেন ষাট, সত্তর ও আশির দশকে। সে অভিজ্ঞতা পুষ্ট হয়েছে।
অজয় দাশগুপ্ত। মুক্তিযােদ্ধা। ১৯৭১ সালে বাংলাদেশের গৌরবের মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে লড়েছেন। সত্তরের দশকের শুরুতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক ‘জয়ধ্বনি সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ছাত্র প্রতিনিধি (১৯৭৪-৭৬), জগন্নাথ হল ছাত্র সংসদ ও রসায়ন বিভাগ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক। সাংবাদিকতার পাশাপাশি আর্থ-সামাজিক বিষয়ে গবেষণা কাজে যুক্ত রয়েছেন। টেলিভিশনেও জনপ্রিয় মুখ।। উল্লেখযােগ্য প্রকাশনা : সাত দশকের হরতাল ও বাংলাদেশের রাজনীতি, একাত্তরের ৭১, একাত্তরের যাত্রী, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড প্রতিবাদের প্রথম বছর (নহ-উল-আলম লেনিনের সঙ্গে যৌথভাবে), সাম্রাজ্যবাদের শৃঙ্খলে বাংলাদেশের অর্থনীতি (মাহবুবজামানের সঙ্গে যৌথভাবে), বঙ্গবন্ধুর আন্দোলন কৌশল ও হরতাল, বঙ্গবন্ধু ও ছাত্র আন্দোলন, রাজনৈতিক পরিভাষা, অর্থের নীতি অর্থের নৈতিকতা, বাংলাদেশের অর্থনীতি, ব্যবসায় সাংবাদিকতা (রােবায়েত ফেরদৌসের সঙ্গে যৌথভাবে), বাংলাদেশ- বদলে যাওয়া বাস্কেট কেস, বাংলাদেশ পাট, পাটচাষী ও পাটশিল্প, রাজনৈতিক পরিভাষা। সম্পাদনা গ্রন্থ : সংগ্রামী নারী যুগে যুগে (দুই খণ্ড, সেলিনা হােসেনের সঙ্গে যৌথভাবে) ও বিজয়ের স্বপ্ন সােপান। অনুবাদ : বঙ্গবন্ধু শেখ মুজিবের সম্মােহনী নেতৃত্ব ও স্বাধীনতার সংগ্রাম।