সকল প্রশংসা আল্লাহ তা'আলার যিনি বায়তুল্লাহকে তাওহীদ ঘোষণার কেন্দ্ররূপে নির্ধারণ করেছেন। দুরূদ ও সালাম মহানবী হযরত মুহাম্মদ (সা)-এর উপর যাঁর মাধ্যমে আমরা হজ্জের বিধান পেয়েছি। হজ্জ ইসলামের পঞ্চস্তন্ত্রের অন্যতম। এ ইবাদত সম্পন্ন করতে সম্পদ ও শারীরিক সক্ষমতা দু'টোই প্রয়োজন। তাই এ গুরুত্বপূর্ণ ইবাদতটি আদায় করতে বহু মাসআলা-মাসাইল ও নিয়ম-কানুন জানা প্রয়োজন। আমাদের দেশের বহুসংখ্যক লোক হজ্জের বিস্তারিত নিয়ম-কানুন সম্পর্কে ওয়াকিফহাল নয়, বিশেষত মহিলারা এ বিষয়ে আরো পিছিয়ে। ফলে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেও হচ্ছ সঠিকভাবে আদায় হলো কিনা সন্দেহ থেকে যায়। সেজন্য হজ্জযাত্রী প্রতিটি মানুষেরই হজ্জযাত্রার প্রাক্কালে ভালোমত পড়াশোনা করে হজ্জের মাসআলা-মাসাইল ও নিয়ম-কানুন জেনে নেয়া একান্ত প্রয়োজন। হজ্জ ও উমরা নির্দেশিকা (মহিলাদের জন্য)' সে উদ্দেশ্যেই প্রণীত একখানি উত্তম গ্রন্থ। গ্রন্থ প্রণেতা আরফিন আরা নাজ একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তিনি নিজে হচ্ছে গিয়ে লোকজনের বিশেষত মহিলাদের অবস্থা স্বচক্ষে দেখে এ ব্যাপারে গ্রন্থ প্রণয়নে উদ্বুদ্ধ হন। অত্যন্ত সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় তিনি হজ্জের মাসআলা-মাসাইল ও নিয়ম-নীতি তুলে ধরেছেন। প্রত্যেক হজ্জযাত্রী বিশেষত মহিলা হজ্জযাত্রী এ গ্রন্থ থেকে উপকৃত হয়ে সঠিকভাবে তাদের হজ্জ সম্পন্ন করতে পারবেন বলে আমাদের বিশ্বাস। দেশের সব হজ্জযাত্রী যাতে সঠিকভাবে হজ্জের মাসআলা মাসাইল ও নিয়ম-কানুন জেনে তাদের এ গুরুত্বপূর্ণ ইবাদাতটি সুষ্ঠুভাবে আদায় করতে পারেন সে লক্ষ্যকে সামনে রেখেই ইসলামিক ফাউন্ডেশন গ্রন্থখানির চতুর্থ সংস্করণ করেন।