ব্রায়ান ট্রেসির ইট দ্যাট ফ্রগ! তথা সবচেয়ে কঠিন কাজ দিয়ে আরম্ভ করুন-এ বইয়ের ইংরেজি তৃতীয় সংস্করণে দ্বিতীয় সংস্করণের কিছু অনুচ্ছেদ বাদ দিয়ে এবং নতুন কিছু অনুচ্ছেদ যোগ করে প্রকাশ করা হয়েছে। আমরা পাঠকের সুবিধার্থে উভয় সংস্করণের সব অনুচ্ছেদ সংগ্রহ করে এখানে যুক্ত করে দিয়েছি। আশা করি, পাঠক গুরুত্বপূর্ণ কোন বক্তব্য থেকে বঞ্চিত হবেন না। মার্ক টোয়েন একদা বলেছিলেন, ‘যদি প্রতিদিন সকালে একটি জীবন্ত ব্যাঙ খাওয়ার মাধ্যমে কারও দিনের সূচনা হয়, তাহলে দিনের বাকি সময়টায় তার মনে এমন সন্তুষ্টি বিরাজ করবে যে, এর তুলনায় খারাপ অভিজ্ঞতার সম্মুখীন তাকে হতে হবে না।’ টোয়েন এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন, প্রতিদিনের শুরু করুন সবচেয়ে কঠিন কাজ দিয়ে। আপনি যদি দিনের শুরুতেই কঠিন কাজ দিয়ে আরম্ভ করেন এবং তা সম্পন্ন করেন, তবে সারাদিন এই সন্তুষ্টি নিয়ে কাটাবেন যে এরচেয়ে কঠিন কাজ আর কিছু হতে পারে না। নিজের মধ্যে কঠিন কাজ সম্পন্ন করার শক্তি ও সাহস বিরাজ করবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ব্রায়ান ট্রেসির এ বই মূলত গড়িমসি অভ্যাস ত্যাগ করা এবং অল্প সময়ে আরও বেশি কাজ দক্ষভাবে সম্পন্ন করার কলাকৌশল নিয়ে লেখা হয়েছে। এখানে ২১টি বাস্তবসম্মত উপায় নিয়ে সাবলীল ও সহজভাবে আলোচনা করা হয়েছে। ব্যক্তিগতভাবে আমি নিজে এসব উপায়, সূত্র ও নীতি কাজে লাগিয়ে উপকৃত হয়েছি। তাই এসব উপায়, সূত্র ও নীতি পাঠকদের উপকারার্থে প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা পাঠকের সাফল্য যাত্রায় সারথি হতে এই সামান্য অবদান রাখতে পেরে আনন্দিত। পাঠকের জীবন সমৃদ্ধ হোক। "ইট দ্যাট ফ্রগ! লেখক ব্রায়ান ট্রেসি" বইয়ের সূচি: ভূমিকা - ১১ সূচনা - ইট দ্যাট ফ্রগ! তথা সবচেয়ে কঠিন কাজ দিয়ে আরম্ভ করুন - ১৬ অধ্যায় এক - টেবিল গুছিয়ে রাখুন - ২৩ অধ্যায় দুই - প্রতিদিনের কাজকর্মের আগাম পরিকল্পনা তৈরি করুন - ২৯ অধ্যায় তিন - সবক্ষেত্রে ৮০/২০ সূত্র প্রয়োগ করুন - ৩৫ অধ্যায় চার - পরিণতি বিবেচনা করুন - ৩৯ অধ্যায় পাঁচ - সৃজনশীল চিন্তাভাবনার মাধ্যমে গড়িমসি করুন - ৪৬ অধ্যায় ছয় - নিয়মিত ক-খ-গ-ঘ-ঙ পদ্ধতির প্রয়োগ করুন - ৫০ অধ্যায় সাত - প্রধান ফলাফল লাভের ক্ষেত্রগুলোর দিকে মনোযোগ দিন - ৫৪ অধ্যায় আট - তিনের নীতি প্রয়োগ করুন - ৬১ অধ্যায় নয় - যেকোন কাজ আরম্ভ করার আগে সঠিকভাবে প্রস্তুতি নিন - ৬৯ অধ্যায় দশ - প্রতিবার একটি একটি করে তেলের ড্রাম পার হন - ৭৩ অধ্যায় এগারো - আপনার প্রধান দক্ষতাগুলো শাণিত করুন - ৭৭ অধ্যায় বারো - আপনার প্রধান সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করুন - ৮২ অধ্যায় তেরো - নিজের ওপর চাপ সৃষ্টি করুন - ৮৭ অধ্যায় চৌদ্দ - নিজেকে কর্মতৎপর হতে প্ররোচিত করুন - ৯১ অধ্যায় পনেরো - প্রযুক্তি হচ্ছে ভয়ঙ্কর এক প্রভু - ৯৫ অধ্যায় ষোলো - ভৃত্য হিসাবে প্রযুক্তি অতি উত্তম - ১০০ অধ্যায় সতেরো - আপনার মনোযোগ কেন্দ্রীভূত করুন - ১০৫ অধ্যায় আঠারো - কাজকে ছোট ছোট অংশে ভাগ করুন - ১০৯ অধ্যায় উনিশ - সময়ের বড় বড় খ- সৃষ্টি করুন - ১১২ অধ্যায় বিশ - তাগিদবোধ গড়ে তুলুন - ১১৫ অধ্যায় একুশ - সব কাজ পৃথক পৃথকভাবে মোকাবিলা করুন - ১১৯ উপসংহার - বইয়ের এসব উপায় বা কলাকৌশল আপনার কাজের উপযোগী করে সাজান - ১২৩ ব্যক্তিগত উন্নয়নে অন্যান্য বইয়ের তালিকা - ১২৭
ব্রায়ান ট্রেসি একজন কানাডিয়ান-আমেরিকান বক্তা এবং আত্মোন্নয়নমূলক রচনা লেখক। তিনি 'ব্রায়ান ট্রেসি ইন্টারন্যাশনাল' নামক সংস্থার চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী। এই সংস্থার মূল উদ্দেশ্য হলো ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ও বিকাশে সহযোগিতা এবং সার্বিক উন্নয়নে কাউন্সেলিং সেবা প্রদান করা। ব্রায়ান ট্রেসি নেতৃত্ব, ব্যক্তিত্ব, আত্মসম্মান, লক্ষ্য, কৌশল, সৃজনশীলতা এবং সাফল্য- মনোবিজ্ঞানের এই শাখাগুলোর তাৎপর্য অনুধাবনের মাধ্যমে অনুপ্রাণিত করার কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জনপ্রিয় এই বক্তার জন্ম কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে, তারিখটা ১৯৪৪ সালের ৫ জানুয়ারি। পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অব আলবার্টা থেকে। ১৯৮৪ সালে কানাডার ভ্যানকুভারে তিনি 'ব্রায়ান ট্রেসি ইন্টারন্যাশনাল' প্রতিষ্ঠা করেন। তার ৪০ বছরের বেশি কর্মজীবনে তিনি প্রায় ১,০০০ এরও বেশি প্রতিষ্ঠানকে কাউন্সেলিং সেবা দিয়েছেন, এবং প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের সামনে বক্তব্য রেখেছেন। কানাডা, আমেরিকার বাইরেও প্রায় ৭০টি দেশে তার প্রচারিত আলোচনা অনুষ্ঠানের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। ব্রায়ান ট্রেসি এর বই এবং তার আলোচনার ভিডিও ও অডিও ক্লিপ সারা বিশ্বের কর্পোরেট ও ব্যক্তিপর্যায়ের উদ্যোক্তা তরুণদের কাছে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। তিনি বিশ্বব্যাপী প্রচারিত ও বিক্রিত ' সাইকোলজি অব এচিভমেন্ট'সহ প্রায় ৫০০টিরও বেশি অডিও ও ভিডিও প্রোগ্রাম তৈরি ও প্রযোজনা করেছেন, যা ২৮টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। বিশ্বব্যাপী সমাদৃত ব্রায়ান ট্রেসি এর বই সমগ্র হলো 'দ্য ২১ সাকসেস সিক্রেটস অব সেল্ফ মেইড মিলিওনিয়ারস', 'টাইম ম্যানেজমেন্ট', 'ইট দ্যাট ফ্রগ!', 'চেঞ্জ ইয়োর থিংকিং চেঞ্জ ইয়োর লাইফ', 'লিডারশিপ', 'কিস দ্যাট ফ্রগ', 'নো এক্সকিউজ : দ্য পাওয়ার অব সেল্ফ ডিসিপ্লিন' ইত্যাদি। ট্রেসির লেখা বইগুলো তার অনুপ্রেরণা জোগানো বক্তব্যগুলোর মতই আকর্ষণীয় ও শিক্ষণীয়। কর্পোরেট ম্যানেজমেন্টের জগতে আত্মোন্নয়নমূলক পন্থা বাতলে তরুণদের কাছে ব্রায়ান ট্রেসি এর বই সমূহ বেশ জনপ্রিয়তা লাভ করেছে।