সালমান হাবীব হৃদয়াকাশ ক্যাম্পসের এক দক্ষ চিত্রকর। যিনি ভালোবাসেন আকাশ, ভালোবাসেন মেঘ-রোদ্দুর, বৃষ্টি-রঙধনু। আকাশের রঙকে বুকে ধারণ করে অনুভূতির রংতুলিতে মানব-মনের নিখুঁত ছবি আঁকেন তার কবিতা খাতার ক্যাম্পসে। যিনি নিজেকে পরিচয় দেন একজন 'কবিতায় গল্প বলে মানুষ' হিসেবে। হৃদয়ের অন্তস্থলের অনুভূতির সাবলীল উপস্থাপনা তার কবিতায়। যেন পরম মমতা ও ভালোবাসায় হৃদয় চরকায় প্রিয়তমার জন্য বুনন করা কাপড়। বয়স হিসেবে নবীন হলেও সালমান হাবীবের কবি-হৃদয় যেন সেতার; যার সুরের মূর্ছনা মন ছুঁয়ে যায়, আমেজ রয়ে যায় মনের গভীরে। 'বিষাদের ধারাপাত' তার অণুকাব্য গ্রন্থ। যার প্রতিটি কবিতা ছুঁয়ে যাবে পাঠকের হৃদয়। অনুকাব্যসমূহে প্রেম আছে, বিরহ আছে, আছে প্রিয়ার জন্য অধীর প্রতীক্ষা, আছে মান-অভিমান। নানান শব্দ ও উপমায় তিনি তার প্রকাশ ঘটিয়েছেন কবিতায়। "পুড়ে যাওয়া দিগন্তের মতোই রোজকার নিয়মে হৃদয় পোড়ে আপনি গোধূলির রঙ বুঝেন, হৃদয়ের ক্ষরণ বুঝেন না"! "এইযে মান বাড়ে, বাড়ে দূরত্ব, বিষাদের ঢেউ কতটা কে পুড়ে গেল, কার কতো ক্ষত হলো অভিমান ভুলে গিয়ে সেই খোঁজ রাখেনি তো কেউ"! "দিনের কাছাকাছি এলে রাত বেড়ে যায় বেড়ে যায় গাঢ় হওয়া আঁধারের ক্ষত 'দূরের' কাছাকাছি গেলে খুঁত বেড়ে যায় ভাটা পড়ে মুগ্ধতা জমা ছিল যত"। "প্রতিবাদ শব্দের ভেতরেই বাদ শব্দের বাস, বিন্দাস শব্দে যেমন থাকে অনুচ্চারিত দাস। প্রতিটা নিষ্পাপ শব্দে লেগে থাকে পাপের ছাপ, তাপের আভাস নিয়েই সৃষ্টি হয়েছে প্রতাপ"। "জানি না কতখানি সুতা আছে বাকি কতক্ষণ ঢিল দেবে জীবনের নাটাই, বেয়ারা বাতাস পেয়ে আমি শুধু উড়ে গেছি বোকা ঘুড়ি; একটা জীবন তবুও হেলায় কাটাই"! কবির এই পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ 'অতটা দূরে নয় আকাশ' 'ভালোবাসি একটি কবিতার নাম' 'বিরামচিহ্ন' 'আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ' ইত্যাদি পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছে। আমার প্রার্থনা; পাঠক-হৃদয়ে সালমান হাবীব বেঁচে থাকুক অনন্তকাল।
সালমান হাবীব। একজন কবিতায় গল্প বলা মানুষ। যিনি তার কবিতার মতোই সহজ সাবলীল। একটি সুন্দর মৃত্যুর প্রস্তুতি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যিনি জীবনকে যাপন করার স্বপ্ন দেখেন। তার প্রকাশিত বইসমূহ; 'অতটা দূরে নয় আকাশ' 'ভালোবাসি একটি কবিতার নাম' 'বিরামচিহ্ন' 'আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ' 'বিষাদের ধারাপাত' 'আল্লাহকে ভালোবাসি' ‘মন খারাপের মন ভালো নেই‘ 'দুখ দুগুণে পাঁচ' 'আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে' 'কবি তার কবিতার' ও 'কথারা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো'।