আকাশের কিছু গল্প থাকে। দূঃখ, বিষাদ আর সুখের পর। কিছু কথা লেখা হয়। ঐ মত ক্যানভাসে হরেক রকম ছবি আঁকা আছে। একটু খেয়াল করলেই দেখা যায় ময়ূর, প্রেয়সীর মুখ কিংবা মন্ত্র পাহাড়! একজন কবিকে আকাশের সাথে পরিচিত হতে হ্যা। কুশল বিনিময় শেষে আকাশকে জানতে হয়, কিছুটা বুঝাতে হয়। বিশ্বাস করুন, আকাশ অতটা দূরে নয়। অন্তত আকাশ সমান ভালোবাসা বুকে পুষে লিখে যাওয়া কৰি সালমান হাবীর তাইতো বলে। আকাশের সাথে সে কি সখ্যতা, প্রেম তার। শব্দের বুননে বাকোর জাদুকরী বাঁধনে আকাশকে বেঁধে। ফেলা সহজ কথা তো নয়। সালমান হাবিবের শব্দে প্রাণ পায় কবিতা। সেই কবিতার গান দেওয়া হয় 'ভালোবাসা'। আর এই ভালোবাসায় সবচেয়ে জরুরী হয়ে ওঠে আকাশ।। কবি আকাশপ্রেমী যো নেই তার কবিতায়? আকাশ প্রাধান্য পেলেও মাটি, মানুষ, সম্পর্ক, সম্পর্কের জটিলতা, আন্তরিকতা বারবার উঠে এসেছে বাক্যের বুননে। প্রথম কাব্যগ্রন্থ 'অতটা দূরে নয় আকাশ' এ এসে আকাশের সাথে কবির চলে যে নিত্য কথোপকথন তা এবার আরো বেশি পরিণত হয়ে এলো তার দ্বিতীয় কাৰগ্ৰেছে "ভালোবাসি একটি কবিতার নাম নিয়ে। কেমন আছো ভালোবাসা? কুশল বিনিময় শেষে প্রবল অনুভূতিতে আলোড়িত হয়ে কবি সালমান শুধু লিখে যায়। লিখতে লিখতে বলে, “ততক্ষণে সাইরেন বেজে উঠেছে ট্রেনের। আমি সে আওয়াজ ছাপিয়ে ঠিক আজকের মতই যদি বলে উঠি: 'ভালোবাসো'? এই প্রশ্নের জবাবে আমরা নির্ভার হয়ে বলি ভালোবাসি করি। খুব, খুব। আকাশ নিয়ে তবে গবেষণা চলুক আপনার।' দ্বিতীয় কাব্যগ্রন্থের এই যাত্রায় এসে সালমান হাবীবকে শুভকামনা জানাই। কবিতা ভালোবেসে কাছে টেনে নিক পাঠক। আকাশটা কাছাকাছি হোক তাদেরও অনেক। পৃথিবীর পাঠকরা একসাথে বলে উঠুক, মাথার উপর আকাশ আর উড়ে যাওয়া মেঘদলকে সাক্ষী রেখে বলছি তোমার সাথে আছি। আমাদের জন্য কবি, কবিতা লিখবে তো?” লেখা চলুক। সালমান হাবীবের অনেক কিছু দেবার বাকি ভালোবাসা, উষ্ণতা আর কবি, কবিতা...। কিঙ্কর আহ্সান কথাসাহিত্যিক
সালমান হাবীব। একজন কবিতায় গল্প বলা মানুষ। যিনি তার কবিতার মতোই সহজ সাবলীল। একটি সুন্দর মৃত্যুর প্রস্তুতি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যিনি জীবনকে যাপন করার স্বপ্ন দেখেন। তার প্রকাশিত বইসমূহ; 'অতটা দূরে নয় আকাশ' 'ভালোবাসি একটি কবিতার নাম' 'বিরামচিহ্ন' 'আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ' 'বিষাদের ধারাপাত' 'আল্লাহকে ভালোবাসি' ‘মন খারাপের মন ভালো নেই‘ 'দুখ দুগুণে পাঁচ' 'আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে' 'কবি তার কবিতার' ও 'কথারা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো'।