বইয়ের আলোচনা 'তিনিই আমার রব' শরীফা ইসলাম রানী মহান আল্লাহপাকের প্রশংসায় যিনি তাঁর ক্ষুরধার লেখনী প্রয়োগ করে সৃষ্টি আর স্রষ্টার মনযোগ ফেরাতে প্রয়াস পেয়েছেন 'তিনিই আমার রব'- গ্রন্থের প্রণেতা, গবেষক, লেখক, ও শিক্ষাবিদ কবি শরীফা ইসলাম রানী। সাহিত্যের প্রায় সকল শাখায় তাঁর পদচারণা। পাক কোরআনের ওপর অসীম জ্ঞান যা তিনি নিষ্ঠা আর সাধনায় অর্জন করেছেন যা তাঁর প্রভুর নিকট থেকে তাঁর জন্য এক বিশাল নেয়ামত। মহান আল্লাহপাক ঐশীগ্রন্থ পাক কোরআনে বলেছেন, 'এতে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন'। তিনি আল্লাহ ঘোষিত সেই জ্ঞানীদের একজন। তাঁর - 'তিনিই আমার রব' পড়ে আমার মনে হয়েছে। কবি শরীফা ইসলাম রানীর এই গ্রন্থ মহান আল্লাহপাকের অনন্য সকল গুনাবলির প্রশংসার উপর নির্মিত সাবলিল দলিল। কোরআনুল করিমের উপর মেধা, প্রজ্ঞা আর রাবেয়া বসরীর সাধনা দিয়ে শরীফা ইসলাম রাণী সমগ্র কোরআন মন্থন করে এর নির্যাস নিংড়ে মহান প্রভুর গুনকির্তনের ঝাঁপি খুলে দিয়েছেন পাঠকের কাছে।। তাঁর মহিমান্বিত কৃতজ্ঞ কলম মহান আল্লাহপাককে তাঁর মর্যাদায় সমাসিন করার চেষ্টা করেছেন অনন্য দক্ষতায়। ( যদিও তার বিশালত্বের তুলনায় সামান্যই সম্ভব)। শরীফা ইসলাম রানী সেই সুফিবাদি সুকণ্ঠি বুলবুলি যে তাঁর প্রিয়তম প্রভুর চারিদিকে ডানামেলে দিয়ে তাঁরই গুনকির্তনে মশগুল থাকেন । প্রজ্ঞাময় কোরআন যা সকল জ্ঞানের এক অনন্য সোনারখনি। লেখক শরীফা ইসলাম রানী সেই জ্ঞানভান্ডারের তলদেশ থেকে জ্ঞানের নির্যাস তুলে এনে পেশ করেছেন তাঁরই পাঠকের তৃষ্ণা নিবারনের জন্য। যুগে যুগে যে কোরআন বিশ্বাসীদের পথ নির্দেশ করে গেছেন। তিনি অনন্য দক্ষতায় সহজবোধ্য ভাষায় সেই জ্ঞানের শিখা ছড়িয়ে দিয়েছেন চরাচরে। তাই নিসন্দেহে একে একটি মহান কাজ হিসেবে আখ্যা দেয়া যায়। তাঁর এই কাজ সম্পর্কে জানতে হলে পাঠককে এর আল পথে হেঁটে হেঁটে সংগ্রহ করে নিতে হবে এর মূল্যবান সুগন্ধি খুশবু। এই মহান কাজের জন্য তিনি প্রশংসার দাবিদার। তাঁর এই প্রচেষ্টা স্বার্থক হোক। পাঠকপ্রিয়তা পাক তাঁর এই সৃষ্টিশীল অমর গবেষণা। জয় হোক লেখকের। আল্লাহ্ মহান। মাহবুব খান কবি ঔপন্যাসিক প্রতিষ্ঠাতা মহাসচিব অনুশীলন সাহিত্য পরিসদ।