হজ্জ ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। অন্যসব ইবাদত থেকে এটি একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ইবাদত। অন্যান্য ইবাদতের কোনোটি শুধু শরীর দিয়ে আদায় করতে হয় আর কোনোটি শুধু সম্পদ দিয়ে। আর হজ্জ আদায় - করতে শরীর ও সম্পদ উভয়টিরই প্রয়োজন। এতেই হজ্জের গুরুত্ব প্রতিভাত হয়। হজ্জের সফরে হাজী সাহেব হজ্জ, উমরা ও যিয়ারত-এ তিনটি কাজই সম্পন্ন করে থাকেন। প্রত্যেকটি কর্মই অত্যন্ত উঁচু পর্যায়ের আমল এবং আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপনের অন্যতম মাধ্যম। সে জন্যই সঠিকভাবে যারা হজ্জ পালন করেন তাদের সম্পর্কে রাসূলুল্লাহ (সা) বলেন, “যে ব্যক্তি হজ্জ পালন করল এবং কোনোরূপ অশ্লীলতা বা পাপে প্রবিষ্ট হল না সে সেদিনের ন্যায় নিষ্পাপ হয়ে ঘরে ফিরে আসে যেদিন তার মা তাকে ভূমিষ্ট করেছে।" এ সময়ে হাজী সাহেবান মক্কায় আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র অনুষ্ঠানাদির প্রতি সম্মান প্রদর্শন করে থাকেন। আর তার ফলে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন। যেমন ইরশাদ হয়েছে : "কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র অনুষ্ঠানগুলির সম্মান করলে তার প্রতিপালকের নিকট তার জন্য এটাই উত্তম।” সুতরাং তার প্রতি মহান আল্লাহর পক্ষ থেকে তাঁর অবারিত রহমত ও বরকত বর্ষিত হতে থাকে, যা কখনো গায়েবী আকারে হয়ে থাকে এবং যা বাহ্যিক দৃষ্টিতে মানুষের নিকট অসম্ভব বলে মনে হয়। হাজীদের প্রতি বর্ষিত সেই অবারিত রহমত ও বরকতের কিছু বাস্তব ঘটনা তুলে ধরা হয়েছে এ বইটিতে। আরফিন আরা নাজ-এর নির্দেশনা ও গ্রন্থনায় প্রস্তুতকৃত বইটি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ করা হলো। এর দ্বারা হজ্জ যাত্রীগণ এবং এখনো যারা হজ্জ করেননি সবাই আশা করি অনুপ্রাণিত হবেন এবং হজ্জ করতে উৎসাহ বোধ করবেন।