১৪০০ বছর আগে মানুষের জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য সবচেয়ে মূল্যবান ফরমান, আদেশ, নির্দেশ বিধিব্যবস্থাদি চূড়ান্ত ও পরিপূর্ণভাবে কোরান মজিদের মধ্য দিয়ে নাযিল হয়েছে। যুগে যুগে কোরানের বাণী, কিতাব, আদেশ-নির্দেশ নিয়ে অসংখ্য পয়গম্বর পৃথিবীতে এসেছেন এবং মানুষকে লাশরিক আল্লাহর ইবাদত করতে বলেছেন। আর এ জন্য পৃথিবীর বুকে ঈমানদার ও ঈমান না আনা বিশ্বাসী ও অবিশ্বাসীদের দ্বন্দ্বটি চিরকালের। হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাবের পর পৃথিবীর সবচেয়ে বড় মোজেজা হলো কোরান মজিদ। পবিত্র কোরান মজিদ নাযিল হওয়ার পর মহান আল্লাহতালা ইসলাম ধর্মকে সর্বউৎকৃষ্ট ও পরিপূর্ণ ধর্ম ও জীবনবিধান ঘোষণা করার পরে প্রত্যেক মানুষের, বিশেষ করে ইসলামে বিশ্বাসী প্রতিটি মুসলমানের ফরয কোরানকে জানা, পড়া বুঝা এবং তাঁর জীবনকে পবিত্র কোরানের আলোকে চালিত করা। পবিত্র কোরান থেকে অমূল্য, শাশ্বত বাণীসমূহ সংকলনের চেষ্টা করেছি বর্ণ অনুসারে সাজাতে। বাণী পবিত্র কোরান থেকে সংকলিত এই গ্রন্থটি মাতৃভাষা বাংলায় মুসলমানের প্রতিটি ঘরে ঘরে প্রত্যেক মানুষের জীবনকে চালিত করুক পবিত্র কোরানেরই নির্দেশীত পথে। বাণী পবিত্র কোরান থেকে সংকলিত গ্রন্থটি যদি মানুষকে দুর্নীতি, অধার্মিকতা, বিশ্বাসহীনতা, নৃশংসতা, ঘৃণা, কলুষতা, হানাহানি ও ইসলামের জীবন বোধহীন জীবনযাপন থেকে হারাম রুজি ও ইসলামের আদর্শবিরোধী ক্রিয়াকাণ্ড থেকে যদি নিজেদের দূরে রাখতে পারে তবেই এই চেষ্টা সফল হয়েছে বলে মনে করবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে পবিত্র কোরানের নির্দেশিত পথে চলার তৌফিক দান করুন।