"তোমার জন্যেই মেলবো ডানা" বইটির ফ্ল্যাপ-এর লেখাঃ ‘তোমার জন্যেই মেলবো ডানা’ প্রবাসী কবি ঔপন্যাসিক ও কথাসাহিত্যিক কাজী ইকবাল জামান-এর লেখা প্রেম-ভালোবাসার এক অসংবদ্ধ সংলাপ। সারা কাব্যগ্রন্থ জুড়ে কবিকে দেখা যায় কী এক ঘোরের ভেতর নিজেকে প্রেয়সী বুলবুলির চারপাশে সুমধুর কণ্ঠে গান গেয়ে যাচ্ছেন। আর এই কারণেই এই কাব্যকে ভাবনাগুচ্ছ শিরোনামে চিত্রায়ীত করেছেন। কবি তাঁর প্রিয়তমার জন্য নিবেদিত এক সাহসী পুরুষ। তাকে ঘিরে তাঁর যতো কবিতা, যতো গান, আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়। প্রিয়তমা তাঁর কাছে শুষ্ক মরুকে শ্যামল মরুদ্দ্যানের মতো। সেই প্রিয়তমার সান্নিধ্যে যাওয়ার জন্য পাখি হয়ে ডানা মেলে উড়াল দিতে চান সাত সমুদ্র তেরো নদীর পারে। কবি’র কাব্যগ্রন্থ ‘তোমার জন্যেই মেলবো ডানা’ একালের রোমিও জুলিয়েটদের এক মহান প্রণয় মহাকাব্য বলে আমার মনে হয়েছে। ‘যারা গভীর আর নিঃস্বার্থভাবে ভালোবাসে তারা সর্বোযুগেই বিজ্ঞ ব্যাক্তি’ সক্রেটিসের এই মহানবাণী কেন জানি এই কবি’র বেলায় চরমভাবে প্রযোজ্য। কবি’র এই ভালোবাসা পরিণতি পাক। এই সাধনা তাকে পৌঁছে দিক তাঁর কাঙ্খিত লক্ষ্যে। কবি’র জন্য শুভ কামনা। মাহবুব খান কবি ঔপন্যাসিক প্রতিষ্ঠাতা মহাসচিব অনুশীলন সাহিত্য পরিষদ।