বন্ধুরা, বিজয়ের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিতে তোমাদের প্রিয় ‘কিশোর বাংলা’ হাজির হয়েছে ডিসেম্বর, ২০২১ সংখ্যা নিয়ে। তোমাদের সবাইকে জানাচ্ছি বিজয়ের সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আগুনঝরা আহŸানে সাড়া দিয়ে বীর বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল এক অসমশক্তির যুদ্ধে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ডিসেম্বরের ১৬ তারিখে ৯ মাসেই সেই যুদ্ধে বিজয়ী হয়ে বিশ্বমানচিত্রে জায়গা করে নেয় একটি দেশÑ বাংলাদেশ। আজ সেই বাংলাদেশ বিজয়ের ৫০ বছর উদযাপন করছে। সেই যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে এই সময়ের মধ্যেই আমরা পরিণত হয়েছি উন্নয়নের রোলমডেলে। বন্ধুরা, আমাদের এই বিজয় কিন্তু নিষ্কণ্টক ছিল না। এই বিজয়ের জন্য, স্বাধীনতার জন্য আমরা হারিয়েছি আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকেও। তাদের স্মরণে ১৪ ডিসেম্বর পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। তোমরা এই শহীদদের আত্মত্যাগ, মা-বোনদের আত্মত্যাগ ও বঙ্গবন্ধুর আদর্শ কখনো ভুলে যেও না। তোমরা দেশকে ভালোবাসবে, দেশের উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। করোনা ভাইরাস প্রায় দুই বছর ধরেই আমাদের জীবনে এক রূঢ় বাস্তবতা। কিছুদিন ধরে মনে হচ্ছিল বাংলাদেশ থেকে এই মহামারী হয়তো বিদায় নিতে যাচ্ছে। কিন্তু করোনা ভাইরাস আবারও হয়তো নতুন রূপে ফিরে আসছে। তাই তোমরা এখনই পরিপূর্ণ সতর্ক হও। কোনোভাবেই এই মহামারীকে অবহেলা করো না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। কিশোর বাংলা’র সাথেই থাকো।