আদিম সমাজে সমবায়ের ধারণাকে বেঁচে থাকার উপায় হিসাবে গণ্য করা হয়েছে। আধুনিক যুগে সমবায়কে দেখা হচ্ছে প্রধানত অর্থনৈতিক মুক্তির উপায় হিসেবে। অর্থনীতিবিদরা সমবায়কে দেখছেন গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক ব্যবস্থার পাশাপাশি একটি অর্থনৈতিক প্রক্রিয়া হিসেবে। কিন্তু সমবায়ের উপলব্ধিতে অর্থনৈতিক বিষয়ের পাশাপাশি সামাজিক মূল্যবােধও বিরাজমান। এদিকে বর্তমানে সমবায়ে সামাজিক মূল্যবােধের চেয়ে অর্থমূলের অর্জনই বেশি গুরুত্ব পাচ্ছে। তাই সমবায়কে মানব সংগঠন বলা হলেও অর্থনৈতিক সফলতার প্রক্রিয়ায় সমবায় সংগঠন অধিকহারে জড়িত রয়েছে। মানুষের চারিত্রিক ও মানবিক উৎকর্ষ সাধন ও সমবায়কে সামাজিকীকরণের তেমন প্রচেষ্টা চালানাে হয়নি। এ অবস্থার পরিবর্তনের জন্য অবশ্যই সমবায়। কর্মসূচিগুলােতে অর্থনৈতিক বিষয়সমূহের পাশাপাশি সামাজিক বিষয়সমূহকেও প্রাধান্য দেয়া প্রয়ােজন। আর্থিক সফলতার সাথে সাথে দুর্নীতি, অব্যবস্থাপনা ও বিভিন্ন সামাজিক ব্যাধিগুলাে সমবায়ে অনুপ্রবেশ করতে থাকে। তাই সমবায়ের অর্থনৈতিক ও সামাজিক মূল্যবােধের ভারসাম্য সৃষ্টি করতে না পারলে সমবায় প্রচেষ্টা সফল করা সুদূর পরাহত হয়ে থাকবে।
মােহাম্মদ আবুল কাসেম। পিতা: মাে. ইসহাক মিয়া মাতা: কুলসুম উন নেছা। জন্ম: ১৯৪৬ ইংরেজি, মাইটভাঙ্গা, সন্দ্বীপ, চট্টগ্রাম। শিক্ষা: সাউথ সন্দ্বীপ হাই স্কুল, নাজিরহাট কলেজ, কুমিল্লা ডিগ্রি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯৭৩ সালে স্পেশাল সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ, পরীক্ষায় উত্তীর্ণের পর ১৯৭৭ সালে। অর্থমন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রয়াত্ত জনতা ব্যাংকে প্রথম। শ্রেণির কর্মকর্তা হিসেবে যােগদান। দীর্ঘ ২৭ বছর ব্যাংকিং পেশায় নিয়ােজিত থেকে ২০০৪ সালে। ডিজিএম পদ থেকে অবসরগ্রহণ। জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত রূপালী ক্রেডিট কো-অপারেটিভ লি. এর ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে বর্তমানে তিনি দায়িত্বরত। চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণ, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ, মাসিক সােনালী সন্দ্বীপ, উপনগর, আলােকিত সন্দ্বীপ, ঢাকা থেকে প্রকাশিত রূপসী সন্দ্বীপ (অধুনালুপ্ত), দ্বীপের চিঠিসহ বিভিন্ন স্মরণিকায় অর্থনীতি, সমবায়, সন্দ্বীপের সমস্যাসম্ভাবনা ও স্মৃতিচারণমূলক বিভিন্ন বিষয়ে তাঁর লেখা ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন। সমবায়ে অবদান ও সমাজকর্মের জন্য তিনি বিভিন্ন সংস্থা কর্তৃক স্বীকৃতি ও পুরস্কৃত হয়েছেন। ইতােপূর্বে তাঁর লেখা আমার দেখা মালয়েশিয়া ও স্মৃতিময় সাড়ে তিন বছর শীর্ষক দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সমবায় কথা (প্রবন্ধ সংগ্রহ) তার তৃতীয় গ্রন্থ।