‘মুক্ত কথা’ আমার প্রথম সৃষ্টি। বহুল প্রতীক্ষার পর বইটি পাঠকের হাতে তুলে দিতে পেরে ভালো লাগছে। আমার ভিতরের সব উ‧চারণ এতে পাবেন বলে আশা রাখি। বইটিকে একক কাব্যগ্রন্থ করার ইে‧ছ থাকলেও অনেকের অনুরোধে বইটির শেষদিকে কিছু প্রবন্ধ জুড়ে দেওয়া হয়েছে। আশাকরি আপনাদের ভালোই লাগবে! বইটি প্রকাশে অনেকেই পরামর্শ ও উৎসাহ দিয়ে সহযোগিতা করেছেন। আমার বন্ধুরা সর্বদা পাশে ছিলেন। আমার মাদরাসা শি‣ক ও মসজিদের মুরুব্বিরা প্রেরণা দিয়েছেন। তাঁদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তবে সকলের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মো. আশরাফ ভ‥ঁইয়া, যিনি সকাল সন্ধ্যা বুদ্ধি—পরামর্শ দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। কাউসার ফরাজী মাহিন, যার উৎসাহ—পরামর্শে আমি দিক খুঁজে পেয়েছি। ফজলুর রহমান বকুল, প্রকাশক, দৈব—দুর্বিপাক—এ কাণ্ডারির ভ‥মিকা পালন করেছেন এবং গড়ে দিয়েছেন জীবনের একটি সিঁড়ি। তাদের বিচিত্র জ্ঞানের অংশীদারিত্ব দ্বারা আমার অজানা জ্ঞানের উন্মোচন ও উদ্দেশ্য অর্জনে যে উদার সহযোগিতা ও সময় তারা দিয়েছেন, সে জন্য আমি তাদের প্রতি ঋণী। তাঁরা সাহায্য না করলে ‘মুক্ত কথা’ গ্রন্থটি আমার মনের বেণুবনেই গুমরে মরত। এঁরা সকলেই নিঃস্বার্থ নিষ্কলুষ প্রাণসুন্দর আনন্দ পুরুষ। আমার নি—খবর কৃতজ্ঞতা বা ধন্যবাদ পাবার লোভে এঁরা সাহায্য করেননি। এঁরা যা করেছেন, তা স্রেফ আনন্দের প্রেরণায় ও আমায় ভালোবেসে। আমি ভিক্ষাপ্রাপ্ত ভিক্ষুকের মত তাঁদের কাছে চির—চালিত কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁদের আনন্দকে খর্ব ও ভালোবাসাকে অস্বীকার করব না। ‘মুক্ত কথা’ গ্রন্থটি উপস্থাপন আমার পে‣ ছোট ফ্রেমে বড় ছবি প্রতিস্থাপনের মতোই কঠিন ছিল। গ্রন্থটি মুদ্রণজনিত দৃষ্ট সীমাবদ্ধতা এবং অগোচরে রয়ে যাওয়া ত্রুটি ‣মাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। যদি অবকাশ ও শান্তি পাই, তাহলে দ্বিতীয় সংস্করণে এর দোষ—ত্রুটি নিরাকরণের চেষ্টা করব।