জন্ম কিংবা কর্মভূমি কুষ্টিয়া; তবু তাঁদের জীবন-কর্মের আলোচনা কুষ্টিয়াকেন্দ্রিক বলা যাবে না। কারণ তাঁরা হলেন লালন-কাঙাল হরিনাথ-রবীন্দ্রনাথ। বাঙালি সাহিত্য-সংস্কৃতির এইসব পুরোধা ব্যক্তিত্বকে নিয়ে নবতর তথ্যে, গভীর বিশ্লেষণধর্মী আলোচনা রয়েছে বইটির প্রথম পর্বে। একইভাবে নবদ্বীপ-পলাশীর সেই নদীয়া জেলাভুক্ত কুষ্টিয়া-কুমারখালীর ইতিহাসও আঞ্চলিকতায় সীমিত নয়। বিশ্বখ্যাত মোহিনী মিলের ইতিবৃত্ত; সৃষ্টিতে দেবেন্দ্রনাথ-রবীন্দ্রনাথের সহায়তাপ্রাপ্ত, হরিনাথ-মীর মশাররফ-রাধাবিনোদ পাল-কাজী মোতাহার প্রমুখ কত শত খ্যাতিমানের ছাত্রত্বে গরীয়ান শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ইতিহাস তো বাঙালির আধুনিক হয়ে ওঠার প্রতিচ্ছবি পাওয়া যাবে কয়েকটি প্রবন্ধে। শুধু খ্যাতিতে পরিচিত নয়, বিস্মৃতিতে পতিত কত মানুষের শ্রম-সংগ্রামের অজানিত আত্মনিবেদনের তথ্যে সমৃদ্ধ তথ্যসমৃদ্ধ কিছু নিবন্ধ রয়েছে এ বইতে। আরো রয়েছে উদার মানবিকবোধ আর আধুনিকমননের যুক্তিসিদ্ধতা সহযোগে বাঙালি সংস্কৃতির বিবর্তন-বর্তমান বাস্তবতা ও উত্তরণের দিকনির্দেশী কিছু আলোচনা। আর সবকিছুই পরিবেশিত হয়েছে প্রসাদগুণসম্পন্ন স্বকীয়শীলিত ভাষায়। গ্রন্থস্থ প্রবন্ধাবলি পাঠককে নতুন জানার সাথে সাথে নবভাবে প্রবুদ্ধ করবে।
মিলন সরকার জন্ম ১৫ নভেম্বর, ১৯৪৫ নাটোরের বাশিলা গ্রামে মাতুলালয়ে। পিতৃনিবাস কুষ্টিয়ার মিরপুর থানার খয়েরপুর। পিতা গােপেন্দ্রনাথ সরকার। (১৮৮৮-১৯৭৯) ছিলেন বিশিষ্ট লেখক; সেকালের প্রধান পত্রিকাগুলােয় লেখা বের হতাে, যদিও জীবদ্দশায় কোনাে গ্রন্থ প্রকাশ করেননি। মাতা সবিতারানী (চাকী) সরকার (১৩২২-৫৮)।। তৎকালীন দি ইউনাইটেড কুষ্টিয়া হাই অ্যান্ড মিউনিসিপ্যাল স্কুল থেকে ১৯৬৬ সালে এসএসসি, কুষ্টিয়া কলেজ থেকে ১৯৬৮ সালে এইচএসসি এবং ১৯৭০-এ কুষ্টিয়া সরকারি কলেজ (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত) থেকে বিএ পাশ করেন। ১৯৭২ থেকে ২০১০ সাল পর্যন্ত কুষ্টিয়ার সিরাজুল হক। মুসলিম হাই স্কুলে শিক্ষকতা করেন। পঠন-পাঠন প্রভূত; বাংলা ছাড়াও ইংরেজি ভাষায় দক্ষ এবং রপ্ত করেছেন সংস্কৃত। প্রভাবসঞ্চারী জনপ্রিয় শিক্ষক মিলন সরকার অবসর জীবনেও জ্ঞানচর্চায় অনলস। প্রথম মুদ্রিত রচনা ছড়া-কলকাতার লােকসেবক পত্রিকায় প্রকাশিত। একসময় নিয়মিত কবিতা লিখেছেন। গত শতকের আশির দশক থেকে গদ্যচর্চায় মনােনিবেশ। প্রিয় বিষয় কুষ্টিয়ার ইতিহাস-ঐতিহ্য। লালন-রবীন্দ্রনাথ নিয়েও আগ্রহ-মনােযােগ প্রবল। তথ্যানুগ হলেও প্রথাবিরােধী প্রেক্ষণ তার নিত্যসঙ্গী। স্থানীয় ইতিহাস-ঐতিহ্য প্রচারে একক প্রবন্ধের কয়েকটি পুস্তিকা প্রকাশ করেছেন। আত্মপ্রচারবিমুখ মিলন সরকারের নিস্পৃহতা সত্ত্বেও তাঁর ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবন্ধ সংগ্রহক্রমে এক অর্থে প্রথম পূর্ণাঙ্গ বই বের করা হলাে।