সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোয় অসাম্প্রদায়িক চেতনার বীজ বপন করেন। সকল ধর্ম অনুসারীদের ধর্ম পালনের অধিকারের নিশ্চয়তা প্রদানের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার মর্মবাণী প্রতিফলিত হয়েছে বঙ্গবন্ধুর চিন্তা ভাবনায়। বাংলাদেশের সংবিধানে সকলের ধর্ম পালনের অধিকারের সাংবিধানিক গ্যারান্টি প্রদান করা হয়েছে। মদীনা সনদের চেতনার প্রতিফলন লক্ষ্য করা যায় বঙ্গবন্ধুর চিন্তা-চেতনা ও বাংলাদেশের সংবিধানে। মদীনা সনদের শিক্ষা, বঙ্গবন্ধুর চিন্তা চেতনা এবং বাংলাদেশের সংবিধানে ধর্ম পালনের অধিকারের নিশ্চয়তা যেন একই সূত্রে গাঁথা। মদিনা সনদের ২৯ ধারায় সকলের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা হয়েছে। মদিনা সনদের এই ধারায় আরো বর্ণিত হয়েছে যে, “বনু আওফ-এর ইহুদিগণ মুমিনদের সাথে একই জাতি হিসেবে গণ্য হবে।” মদিনা সনদের ২৯ থেকে ৩৯ ধারায় বিভিন্ন সম্প্রদায় বা গোত্রসমূহকে একই জাতি হিসেবে গণ্য করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করিবেন। একইসঙ্গে বাংলাদেশের উপজাতি’, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি বিকাশ ও সংরক্ষণের কথা বলা হয়েছে সংবিধানে।