বাঙালির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও বঙ্গবন্ধু নামটি অবিচ্ছেদ্য। বাঙালির হাজার বছরের ইতিহাস পরাধীন ও গ্লানিময়। ভিনদেশী শক্তির আধিপত্য মেনেই বাঙালির সমাজ—সংস্কৃতির বিকাশ ঘটেছে। অনুগত জীবনব্যবস্থার দিনলিপিই হয়ে উঠেছিল এ অঞ্চলের মানুষের নিয়তি। শাসকশ্রেণির বিধিবিধান মেনে বাঙালি অভ্যস্ত হয়ে পড়েছিল। তাদের ভাবনায় স্বাধীনতার বিষয়টি ছিল অনুপস্থিত। এমনকি ব্রিটিশ আমলেও বাঙালি ছিল পিছিয়ে পড়া এক জনগোষ্ঠী। আর পূর্ববঙ্গ ছিল কৃষি অধ্যুষিত গরিব কৃষকের আবাসস্থল। উন্নয়ন ও শিল্পায়ন ছিল তাদের জীবনে অধরা। বাঙালির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বজাতিকে প্রথম স্বাধীনতার দিকে আহ্বান জানালেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ একটি স্বাধীন রাষ্ট্র। বাঙালি আজ একটি গর্বিত জাতি। বঙ্গবন্ধু শোষণমুক্ত সমাজের কথা সব সময় চিন্তা করতেন। তবে স্বাধীনতার পর এ দেশে সংকট আর অভাবের শেষ ছিল না। রাষ্ট্রীয় কোষাগার ছিল শূন্য। ভেঙে পড়েছিল অর্থনীতি। এমন পরিস্থিতিতে টিকে থাকার জন্য বঙ্গবন্ধুকে তীব্র লড়াই করতে হয়েছে। তাঁকে মাড়াতে হলো কঠিন পথ। দেশের অভ্যন্তরীণ খাদ্যাভাব, জ্বালানির মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, কালোবাজারি, চোরাচালানি, বিশৃঙ্খলা ইত্যাদি কারণে দেশে নেমে এসেছিল তীব্র অন্ধকার। সৃষ্টি হয়েছিল বিপৎসংকুল পরিস্থিতি। বঙ্গবন্ধু এসব পরিস্থিতি মোকাবেলার জন্য গ্রহণ করেছিলেন নানা যুগোপযোগী পদক্ষেপ, যার লক্ষ্য ছিল সোনার বাংলা গড়ে তোলা।
মো. নুর নবী ১৯৯১ সালের ১ জানুয়ারি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় জন্মগ্রহণ করেন। পিতা আহাম্মদল হক এবং মাতা রাজিয়া খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বিভাগে সর্বোচ্চ ফলাফলসহ প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করায় পেয়েছেন ঢাকা বিশ^বিদ্যালয় কলা অনুষদ ‘ডিনস্ এ্যাওয়ার্ড’। বিতর্ক চর্চার সাথে যুক্ত আছেন। তিনি বর্তমানে আইডিয়াল কলেজ ডিবেটিং ক্লাবের মডারেট-এর দায়িত্ব পালন করছেন। মো. নুর নবী একজন উদীয়মান তরুণ গবেষক। তাঁর একাধিক প্রবন্ধ দেশের প্রসিদ্ধ গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে। বর্তমানে এমফিল গবেষণা করছেন ঢাকা বিশ^বিদ্যালয়ে। লেখকের গ্রন্থসমূহ: গোপালপুর গণহত্যা; বঙ্গবন্ধু ও বাঙালি জাতিরাষ্ট্রের অভ্যুদয়; দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু: ভাষণ ও বিবৃতি। তিনি বাংলাদেশ ইতিহাস পরিষদের জীবন সদস্য। বর্তমানে ধানমন্ডি আইডিয়াল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের লেকচারার ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন।