পৃথিবীর ইতিহাসে মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-ই হলেন এমন ব্যক্তি, যার জীবনী নিয়ে সবচেয়ে বেশি গবেষণা ও লেখালেখি হয়েছে। প্রত্যেক গবেষক নিজ-নিজ মেধা ও জ্ঞাল দিয়ে চিত্রায়িত করতে চেয়েছেন তার জীবনের অনুষঙ্গঙলোকে। প্রতিটি সিরাতগ্রন্থেই ভিন্ন-ভিন্ন দৃষ্টিভঙ্গিতে তার জীবনকে দেখার চেষ্টা করা হয়েছে। এজন্য একজন পাঠক সিরাতের যতগুলো খ্রন্থই পাঠ করে থাকুল নলা-কেল, লতুল কোনো সিরাত্রস্থে তার একটুও একঘেয়েমি বোধ হয় না। বিশেষত লেখক যদি হয়ে থাকেন সৃজনশীল চিন্তার অধিকারী ও সুপত্তিত৷ ইসলামি সাহিত্যের জগতে কালজয়ী গ্রন্থ রচনা করে যে-কজন জ্ঞানতাপস অমর হয়ে আছেন. তাদের প্রথম সারিতে রয়েছেন ইমাম নববি (রহ.)৷ কুরআনুল কারিম ও হাদিসের জ্ঞানসমুদ্র সেঁচে সিরাতুন নবির বছমুল্য মণি-মুক্তার সমাহার ঘটিয়েছেন তিণি এই বইয়ে। প্রচলিত সিরাতগ্রন্থের তুলমায় সংক্ষেপে ও সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে নবিবন করে চিত্রায়িত করেছেন এখানে তিনি। এমন বহু অজানা জ্ঞানের দ্বার তিনি পাঠকদের সামনে উন্যোচিত করেছেন, যা অনেকের কল্পনারও বাইরে। আসুন , ইমাম যাহাবি, ইবনে হাজার, ইবনে কাসির (রহ.)-এর মতো জ্ঞানতাপসও যার জ্ঞানসমুদ্র থেকে পরিতুপ্ত হয়েছেন, সেই মহান ইমামের সঙ্গে অবগাহন করি সিরাভুন শবি'র এই নতুন জ্ঞান-সরোবরে।