সাম্প্রতিককালে ছড়ায় যেসব তরুণের সরব উপস্থিতি তাদেরই অন্যতম আবু ইউসুফ সুমন। সম্প্রতি পত্রপত্রিকা লিটলম্যাগ ও ফেসবুকে ছড়ায় সুমন বেশ সক্রিয়। বিভিন্ন মাধ্যমে লেখালেখির পর শিগ্রি প্রকাশ হইতেছে তার প্রথম ছড়ার বই 'বিশ্লেষণের টেলিস্কোপ'। বইটার পাণ্ডুলিপি এখন আমার সামনে। নামের মধ্যে বিজ্ঞানের ছোঁয়া থাকলেও বিষয়ের দিক দিয়া এইটা ইতিহাসবোধ সম্পন্ন ছড়ার বই। সুমন যে ধারার ছড়া লিখে সাধারণভাবে তা ইসলামি ঘরনার হইলেও তার মধ্যে আমি উত্তরাধুনিক ছড়ার টোন বেশ লক্ষ্য করছি। ছড়াগুলাতে ধর্ম সমাজ আকিদা সংস্কৃতি ও বৈশ্বিক রাজনীতির পটভূমি ও প্রেক্ষ্যাপট পষ্ট। বিষয়ের কারণেই কোথাও কোথাও শব্দ যোজনা একটু কঠিন হইলেও সুমনের এই ধারার ছড়ার মুগ্ধ পাঠক আমি। এই বইয়ে মোট ১শ টা ছড়া আছে। যার বেশকিছু ছড়া আমার পড়া হইছে। সুমনের এইসব ছড়া পাঠে বলতে পারি; তার মধ্যে ছড়া-কবিতা লেখার একটা সহজাত গুণ আছে। আবার সেই গুণপনায় তুলনমুলক ভারি বিষয়কেও ছড়াময় কইরা তুলার দক্ষতাও আছে। বইয়ের নাম ছড়ার কয়েকটা লাইন পড়ি- 'সভ্যতা কী, শেখায় কারা- দেয় প্রগতির জ্ঞান? কারা ছড়ায় সমাজজুড়ে বস্তুবাদী ধ্যান? কাদের আছে ধোঁকায় ফেলার মস্ত মডার্ন ফাঁদ? লিবারেল আর ফেমিনিজম হাজার মতবাদ?' সহজ কিন্তু গভীর ছন্দকথনের মাধ্যমে মডার্নিজমের বিপরীতে পোস্টমডার্ন তথা উত্তরাধুনিক সময়ের অভিব্যক্তি দারুণভাবে ভাষা পাইছে এই ছড়ায়। গড়পড়তা বিষয় ছাইড়া দ্রোহ আর প্রতিবাদি তরিকায় এইভাবেই উচ্চকিত হইছে বইয়ের বিভিন্ন ছড়া। আমি সুমনের বেশকিছু ছড়ার মধ্যেই কাঙ্খিত ছান্দিক রুহানিয়াতের সন্ধান পাইছি। আমার বিশ্বাস শিগ্রি প্রকাশ হইতে যাওয়া এই বইয়ের অনেক ছড়ার মধ্যে অনুভবি পাঠকও সেই সন্ধান পাইবেন। আমি সম্ভাবনাময় তরুণ ছড়াকার আবু ইউসুফ সুমন ও তার ছড়ার বই 'বিশ্লেষণের টেলিস্কোপ' এর সাফল্য কামনা করি। জগলুল হায়দার নিউজার্সি, যুক্তরাষ্ট্র।