'শ্যাম যমজ' উপন্যাসের মূল পটভূমি, বিষয় এবং বক্তব্য আমার কাছে এভাবেই ধরা দিয়েছিল। হিন্দুরা যদি শুধু হিন্দুদের সাথে বসবাস করতে চায়, মুসলমানরা যদি শুধুই উম্মতে মুহাম্মদ ছাড়া আর কারো সাথে থাকতে না চায় তাহলে উপমহাদেশে হিন্দু মুসলমান এই দুই পক্ষের কোন পক্ষ থাকতে পারবে না, এদের দুই পক্ষ নিশ্চিহ্ন করে নিশ্চিতরূপে তৃতীয় পক্ষের আগমন ঘটবে! একথাও মনে রাখা যেতে পারে, যদি কোন তৃতীয়পক্ষ একই পদ্ধতির মাধ্যমে বিশ্বজয়ের স্বপ্ন দেখতে থাকে তবে সেপক্ষও নির্ঘাৎ সমূলে নিশ্চিহ্ন হবে! পৃথিবীর সব ফুল নষ্ট করে কেবল গোলাপ বাঁচিয়ে রাখা অবাস্তব পরিকল্পনা। সব পাখি ধ্বংস করে শুধু সুকণ্ঠী কোকিল বাঁচিয়ে রাখার ভাবনাও তেমন এক উন্মাদের দিবাস্বপ্ন। একই ভাবে সমস্ত ধর্ম এবং ধর্মের মানুষদের উড়িয়ে দিয়ে একমাত্র আমার ধর্মের মানুষ এবিশ্বে অধিপতি হবে এমন দিবাস্বপ্ন কোনো দিন বাস্তবায়িত হবে না। এসত্য যে যত আগে বুঝতে পারবে তার মস্তিষ্ক তত দ্রুত সাবালক হতে পারবে, তার আগে নয়। উপন্যাসটি কলকাতা থেকে তিনবার বিভিন্ন আকারে প্রকাশিত হয়েছে। এখন বাংলাদেশের পাঠকদের হাতে নিবেদন করার সময় আমার একটা কথা মনে হচ্ছে- সাম্প্রতিক কালের সাম্প্রদায়িক অস্থিরতার আবহে এই কাহিনি হয়তো এক বিন্দু হলেও ইতিবাচক ভাবনা চিন্তার পরিসর তৈরি করতে পারে। বইটি প্রতাশের বিষয়ে আমার স্নেহের বন্ধু মাহবুব মোর্শেদ মানিক যথারীতি আগের মতোই জানপ্রাণ লড়িয়ে দিয়ে প্রকাশকের পাশে দাঁড়িয়েছে। তাকে আমার কৃতজ্ঞতা জানাবার চেষ্টা অশোভন তাই শুধু ভালোবাসায় ভরিয়ে দিলাম। বাংলাদেশের নতুন প্রকাশক উপকথা প্রকাশন এর কর্ণধার আমার উপন্যাসের মাধ্যমে তার সংস্থার সূচনা করছে। পুত্রপ্রতিম এই লড়াকু প্রকাশককে অন্তরের অভিনন্দন জানিয়ে আশীর্বাদ করি- তার অভিযান সফল হোক, ফুলে ফলে পূর্ণ হোক।
শাহ্যাদ ফিরদাউস বাংলা ভাষার এমন একজন লেখক যার লেখায় কোনো রিপিটেশন নেই। প্রত্যেকটার কাহিনি আলাদা। তবে দর্শন ছাড়া ফিরদাউস লিখতে পারেন না। তাঁর কাহিনিতে অন্তর্গত স্রোতের মত মানব সভ্যতার এক ভয়াবহ নমুনা যা মানুষেরই তৈরি করা, হত্যা গণহত্যা নিধন ত্রাস তাঁর অবলোকনের দর্শন হয়। কাজ করেছেন চিত্রপরিচালক গৌতম ঘোষ সাথে, যাঁকে তিনি "মনের মানুষ" সিনেমায় কাহিনি ও গান রচনা করে সাহায্য করেছেন। লালনের গুরুর কোনো গান সংরক্ষণ হয়নি, "জলের ওপর পানি, না পানির ওপর জল / বল তোরা বল " এটা শাহযাদ ফিরদাউসের লেখা এবং জনপ্রিয় হয়। "ব্যাস" তার প্রথম উপন্যাস (১৯৯৫)। আলতামাস, প্লেগ, মহাভার, পালট মুদ্রা এইসব তাঁর উপন্যাসের নাম। শাহযাদ ফিরদাউসের দুটি নতুন বই বের হয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ খোয়াবনামা তার নতুন দু'টি বই 'ইহদেহ' আর 'জলের উপরে পানি না পানির উপরে জল?' বের করেছে ।