সমস্ত প্রশংসার মালিক মহান আল্লাহ্ রাব্বুল আলামীন। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, খাতামুন্ন্যাবিয়ীন, হযরত মুহাম্মদ (সা.)- এর প্রতি। অধ্যাপক মফিজুর রহমান এ দেশের যুব সমাজের জন্য একজন আইডল। তাফসীর মাহফিলে লাখো যুবকদের উপস্থিতি তাই প্রমাণ করে। তিনি যেমনি ওয়াজের ময়দানে জনপ্রিয় তেমনি কুরআন স্টাডি ক্লাস, শিক্ষা শিবির, সভা-সমাবেশ ও বিভিন্ন সেমিনারে তার তথ্যবহুল বক্তব্য শ্রোতাদের নিবিড়ভাবে আকৃষ্ট করে। তিনি কুরআন ও হাদীসের একজন নিরলস গবেষক ও দা’য়ী ইলাল্লাহ্। তার লেখনীর হাত নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। তার লিখিত সাহিত্য ‘দাওয়াতে দ্বীন’, ‘সাহাবায়ে কেরাম আমাদের প্রেরণার উৎস’, ‘কুরআনের আয়নায় বিম্বিত রাসূল,’ ‘বিশ্ব শান্তির রোডম্যাপ’, দারসুল কুরআন (১,২ ৩ খন্ড) ইতোমধ্যে প্রকাশিত হয়ে ব্যাপক পাঠক সমাদৃত হয়েছে। দারসুল হাদীস প্রথম খন্ড (জান্নাত লাভে ধন্য যারা) এবং দ্বিতীয় খন্ড (শাস্তি থেকে বাঁচবে যারা)- বই দুইটি আমাদের প্রকাশনা হতে খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে। আশা করি, পূর্বের বইগুলোর মতোই এ দু’টো বই পাঠক হৃদয়ে সমাদৃত হবে, ইনশাআল্লাহ্। আমরা এই মহান ব্যক্তির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।