আলহামদুলিল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসুলিল্লাহ। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরা। ইসলামের অপার সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে উঠে যেসমস্ত বিধানগুলোর মধ্য দিয়ে, হিজাবের বিধান সেগুলোরই একটি। হিজাবের বিধান নারী পুরুষ সবার জন্য প্রযোজ্য হলেও নারীদের ক্ষেত্রেই হিজাবের আবেদন সবচেয়ে বেশি। এ এমন এক গুরুত্বপূর্ণ বিধান, যা অন্যান্য বিধানগুলো পালনের জন্য পূর্বশর্ত হিসেবে কাজ করে। অথচ বিদ্বেষী গোষ্ঠীর পাশাপাশি ইসলামের অনুসারী অনেক নারী-পুরুষই হিজাবের বিভিন্ন খুঁটিনাটি নিয়ে প্রশ্ন তোলেন, সেগুলো মানতে অস্বীকৃতি জানান। বিতর্কটা সবচেয়ে বেশিই হয় নিকাবের জরুরিয়তকে কেন্দ্র করে। এছাড়াও সবকিছুকে ইসলামাইজেশন করার ধারায় হিজাবের বিভিন্ন বিষয়কে ইচ্ছামতো কাস্টোমাইজ করার প্রবণতা তো আছেই। এরকম বিভিন্ন বিষয় নিয়েই বর্তমান কালের শ্রেষ্ঠ আলিমদের একজন, আহলুস সুন্নাহর ইলমি রাহবারদের মধ্যে অন্যতম শায়খ মুহাম্মাদ বিন সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন, বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন কুরআন আর সুন্নাহর শক্ত দলিলের আলোকে। শায়খের দালিলিক আলোচনা আর যুক্তি উপস্থাপন মুগ্ধ করে দেবার মতো। এই বইটিতে হিজাব ও এর সাথে সংশ্লিষ্ট নানা বিধান, যেসব বিধানের ব্যাপ্তি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, শিক্ষাঙ্গন-সহ সকল ক্ষেত্রেই ছড়িয়ে আছে, বিয়ে ও শিশুদের লালন-পালন সংক্রান্ত কিছু বিষয়ের ওপর শায়খের আলোচনা ও তাঁকে করা বিভিন্ন প্রশ্নের জবাব সংকলিত করা হয়েছে। একজন মুসলিম নারীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানের ব্যাপারে বিভিন্ন সংশয় ও আপত্তির নিরসনের জন্য এরকম একটি বই যেন সময়েরই দাবি ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজজা ওয়া জাল প্রত্যয় প্রকাশনীকে উম্মাহর খেদমতে জরুরি এই কাজটি উপহার দেয়ার তাওফিক দান করেছেন। বলতে দ্বিধা নেই, প্রতিটি মুসলিম পরিবারের সচেতন ব্যক্তিবর্গের সংগ্রহে রাখার মত আবশ্যক একটা বই। আল্লাহ কবুল করে নিন। আমিন।