অস্ট্রেলিয়াপ্রবাসী সৈয়দ শিশিরকে দেখুন। পৃথিবীর সেরা একজন কম্পিউটার প্রকৌশলী। প্রযুক্তি, নারী আর মদ―এই তিনকে ঘিরে তার জীবন। দেশকে ভুলে গিয়েছিল। হঠাৎ একদিন শৈশবে দেখা এক কুটুমপাখির স্মৃতি ব্যাকুল করে তুলল তাকে। কুটুমপাখির টানে সে ফিরে এলো দেশে। আর দেখুন তুষারকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এথনোগ্রাফীয় গবেষণার জন্য সে গিয়েছিল পাহাড়ে। জড়িয়ে পড়ল শিশিরের সঙ্গে। পৃথিবী কাঁপানো মহামারি দুজনকে নিয়ে গেল পাহাড় ও অরণ্যে ঘেরা এক দুর্গম জনপদে। কাদের বাস সেখানে? চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, পাংখো, লুসাই, না বাঙালির? মুক্তোধারী ঝিনুকের মতো কারা গুপ্ত হয়ে আছে এই শাল সেগুন আর মহুয়ার গহিন অরণ্যে। পতিন্দ্রলাল দেওয়ানকেও দেখে নেবেন। পাহাড়ের চড়াই-উতরাইয়ের মতো যার জীবন, যার বুকে এক বিশাল ভূখ- এবং যার মুখে শত জ্যোৎস্নার মাধুরী। চলুন, বাংলা ভাষার বিশিষ্ট ঔপন্যাসিক স্বকৃত নোমান রচিত মহুয়ার ঘ্রাণ উপভোগ করি। অস্ট্রেলিয়াপ্রবাসী সৈয়দ শিশিরকে দেখুন। পৃথিবীর সেরা একজন কম্পিউটার প্রকৌশলী। প্রযুক্তি, নারী আর মদ―এই তিনকে ঘিরে তার জীবন। দেশকে ভুলে গিয়েছিল। হঠাৎ একদিন শৈশবে দেখা এক কুটুমপাখির স্মৃতি ব্যাকুল করে তুলল তাকে। কুটুমপাখির টানে সে ফিরে এলো দেশে। আর দেখুন তুষারকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এথনোগ্রাফীয় গবেষণার জন্য সে গিয়েছিল পাহাড়ে। জড়িয়ে পড়ল শিশিরের সঙ্গে। পৃথিবী কাঁপানো মহামারি দুজনকে নিয়ে গেল পাহাড় ও অরণ্যে ঘেরা এক দুর্গম জনপদে। কাদের বাস সেখানে? চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, পাংখো, লুসাই, না বাঙালির? মুক্তোধারী ঝিনুকের মতো কারা গুপ্ত হয়ে আছে এই শাল সেগুন আর মহুয়ার গহিন অরণ্যে। পতিন্দ্রলাল দেওয়ানকেও দেখে নেবেন। পাহাড়ের চড়াই-উতরাইয়ের মতো যার জীবন, যার বুকে এক বিশাল ভূখ- এবং যার মুখে শত জ্যোৎস্নার মাধুরী। চলুন, বাংলা ভাষার বিশিষ্ট ঔপন্যাসিক স্বকৃত নোমান রচিত মহুয়ার ঘ্রাণ উপভোগ করি।
স্বকৃত নোমান বাংলা ভাষার কথাশিল্পী। জন্ম ১৯৮০ সালের ৮ নভেম্বর, ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়ায়। জ্ঞানার্জন ও লেখালেখিকে জীবনের প্রধান কাজ বলে মনে করেন। প্রকাশিত উপন্যাস : রাজনটী, বেগানা, হীরকডানা, কালকেউটের সুখ, শেষ জাহাজের আদমেরা, মায়ামুকুট। গল্পগ্রন্থ : নিশিরঙ্গিনী, বালিহাঁসের ডাক, ইবিকাসের বংশধর, বানিয়াশান্তার মেয়ে। এ ছাড়া রয়েছে বিভিন্ন বিষয়ে আরও বই। পাঠক সমাবেশ প্রকাশ করেছে দুই খণ্ডে ‘উপন্যাস সংগ্রহ’ এবং এক খণ্ডে ‘গল্পসংগ্রহ’। এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার, ব্র্যাক ব্যাংক-সমকাল হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার, এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কারসহ ভূষিত হয়েছেন নানা সম্মাননায়। বর্তমানে বাংলা একাডেমিতে কর্মরত।