জীবনভর বুক পকেটে আগলে রেখে যে স্মৃতি জমায় মানুষ, সেসব ফেলে এক শান্ত বিকেলে কতো সহজেই চলে যায় তারা। আর কখনোই ফিরে আসেনা মায়াভরা এই পৃথিবীতে।
ছোট একটামাত্র জীবন। কিন্তু এই এক জীবনেই মানুষ কতো কিছু ছেড়ে দেয়ার দুঃখ জমায়। কাছের মানুষ, বাড়িঘর, জমানো স্মৃতি কিংবা সত্যি না হওয়া স্বপ্ন — সব ছেড়ে দিতে হয়। এই ছেড়ে চলে যাওয়ার গল্পগুলোতে বিষাদ জড়িয়ে থাকে, জড়িয়ে থাকে কতো না বলা কথা, দুঃখ।
ছেড়ে চলে যাবার এইসব গল্পগুলোতে সাক্ষী হিসেবে পড়ে থাকে বছরের পর বছর ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকা একটা নিঃসঙ্গ বাড়ি। মানুষের মত নিজের কাছে জমতে থাকা দুঃখগুলোকে প্রকাশ করতে না পারার আফসোস নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে।
মানুষ আসে, চলে যায়। তারপর নতুন মানুষ আসে, সেও চলে যায়। কেউ কেউ ফিরে আসে। কেউবা কখনোই ফিরে আসে না। কিন্তু বাড়িটা রয়ে যায়, কতো মানুষের স্মৃতি আগলে রাখে অকপটে। কী ভীষণ শূন্য সেসব বাড়ি! অব্যক্ত ব্যাথা নিয়ে বেঁচে থাকা আমাদের — বিষাদবাড়ি।
বিষাদবাড়ি — দুঃখ জমাট বাঁধা জীবনের এক অনন্য উপাখ্যান, এক অজানা টানাপোড়েনের গল্প, বিষাদের গল্প। বিষাদবাড়ি জয়নব, হালিমা কিংবা অবন্তীর গল্প। অথবা এই অজানা গল্পটা হয়তো আমাদের সবার।
গভীর জীবনবোধের এক অনন্য উপাখ্যানে হারিয়ে যেতে পড়ুন — বিষাদবাড়ি।
জন্ম ও বেড়ে ওঠা রাজধানী ঢাকার মিরপুরে। অনেকদিন আগে—ব্যস্ত শহরের অলিগলিতে মানবেতর জীবন কাটানো অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের অসহায়ত্ব গভীরভাবে স্পর্শ করে কৈশরের কোমল হৃদয়। মনোযোগ দেয়া হয় মানবসেবায়। ২০১৭ সালে নিজ হাতে প্রতিষ্ঠা করেন সমাজকল্যাণমূলক সংগঠন ‘স্বপ্নদ্রষ্টা’। সুবক্তা, উপস্থাপক হিসেবেও তিনি সুপরিচিত। উপস্থাপনা করেছেন এটিএন বাংলাসহ বিভিন্ন জায়গায়। তরুণদের দক্ষতা বৃদ্ধি নিয়ে কাজ করছেন পুরোদমে। দক্ষতা বৃদ্ধিমূলক সেশন নিয়েছেন দেশের বিভিন্ন স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে। তার লেখায় ওঠে আসে সুখ-দুঃখ জমাট বাঁধা জীবনের গল্প, ওঠে আসে গভীর জীবনবোধের কথা। খুব চেনা কোনো জীবনের গল্প বলে চলেন তিনি অকপটে এবং বলে যেতে চান গোটা জীবন জুড়ে। প্রচণ্ড প্রকৃতিপ্রেমী এই মানুষটা ভালোবাসেন গাছ, পাহাড়, সমুদ্র, আকাশ, মেঘ, পাখি আরও কতো কী!