সিনথিয়া খান। তাঁর ইতি নীরা ও প্রজাপতি মন গ্রন্থ বিক্রির অর্থ ব্যয় করেছেন ১৯৭১ এর শারিরিক ও মানসিক নির্যাতনের শিকার নারী বীরাঙ্গনাদের জন্য। অনাথ শিশুদের জন্য। সমাজের পিছিয়ে থাকা কন্যা শিশুদের জন্য। এবারে এই গ্রন্থ বিক্রয়ের অর্থ ব্যয় করবেন সেইসব কন্যা শিশুদের জন্য যাদের মধ্যে আছে অপরাজিতা হবার তীব্র আকাঙ্ক্ষা ও প্রচেষ্টা। সিনথিয়া খান বেগম রোকেয়ার স্বপ্ন দেখা সুলতানার একজন । তার এই গ্রন্থের গল্পগুলো অপরাজিতাদের নিয়ে, সুলতানাদের নিয়ে।brbr ‘অপরাজিতার গল্প’ যেখানে নারী সুন্দর, শক্তি, আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী। একদিকে যেমন প্রকাশ পেয়েছে নারী অন্তরের ভালোবাসা, কোমলতা, অন্যদিকে আত্মসম্মানবোধ, নিজেকে ভেঙে গড়ার কঠিন আকাঙ্ক্ষা।br ‘স্বাধীনতা তোমার জন্য’ গল্পের নায়িকা রূপা স্মরণ করিয়ে দেয় ১৯৭১ সালের ভয়াল দিনগুলো। নারী সম্ভ্রম বাঁচানোর মৃত্যুঞ্জয়ী সংগ্রাম এবং মুক্তিযোদ্ধার স্ত্রীর মনের গহীনে স্বামী হারাবার অব্যক্ত বেদনা। br ‘সহযাত্রী’ গল্পে নায়িকা লাবনী। ইউনিভার্সিটির চলন্ত বাসে তার মিষ্টি প্রেমের স্মৃতিরোমন্থন। br ‘প্রেমে পরা বারণ’ গল্পে আত্মপ্রত্যয়ী নারী দিশা।br ‘চারুর প্রেম কাহিনি’ গল্পে আত্মভিমানী চারু কীভাবে জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছিল, সংগ্রাম করেছিল।br ‘অন্যরকম ভালোবাসা’ গল্পে নায়িকা রিমা অসুস্থতার মধ্যেই সব না পাওয়াকে পেয়ে জয়ী হয়েছিল।br ‘অধরা মাধুরী’ গল্পে রুমা চরিত্রে ফুটে উঠেছে ভালোবাসা নারীর জন্য সব নয়, ভালোবাসার সাথে শ্রদ্ধা না থাকলে তা অলংকারহীন।br ‘তোমার শহরে একদিন’ গল্পে তমা প্রতারিত হয়ে কীভাবে নিজেকে ভেঙে নতুন করে গড়ে তোলে। জীবনের দুঃসময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে, সুখী হয়...।br ‘অপরাজিতা’ গল্প পরগাছার জীবন ত্যাগে স্বাবলম্বী হওয়া নারীর জীবনিক আন্দোলন-সংগ্রাম। br ‘অবিনশ্বর’ গল্প আত্মবিশ্বাসী সুমনার চিরসবুজ ভালোবাসা। যার ক্ষয় নেই, প্রতিকূল পরিস্থিতিতেও। ‘হেলেন অফ ট্রয়’ গল্পে অবিবাহিত মা হেমা ও তার কন্যা হেলেন চরিত্র প্রকাশ করে নারী দুর্বল নয়। প্রয়োজনে দাঁড়াতে পারে সবার বিরুদ্ধে।br একেকটি গল্প একেকজন শক্তিশালী নারী জীবনের প্রতিচ্ছবী। তাদের হৃদয়ে ভালোবাসার অফুরন্ত ফল্গুধারা ও নিরালায় হৃদয়ের রক্তক্ষরণ। অভঙ্গুর, সাহসী, দ্বিধাহীন, প্রতিবাদী, প্রতিরোধী, আত্মবিশ্বাসী নারী ‘অপরাজিতা’।br সাকিল মাসুদbr কবি ও প্রকাশক সিনথিয়া খান। তার ইতি নীরা ও প্রজাপতি মন গ্রন্থ বিক্রির অর্থ ব্যয় করেছেন ১৯৭১ এর শারিরিক ও মানসিক নির্যাতনের শিকার নারী বীরাঙ্গনাদের জন্য। অনাথ শিশুদের জন্য। সমাজের পিছিয়ে থাকা কন্যা শিশুদের জন্য। এবারে এই গ্রন্থ বিক্রয়ের অর্থ ব্যয় করবেন সেইসব কন্যা শিশুদের জন্য যাদের মধ্যে আছে অপরাজিতা হবার তীব্র আকাঙ্ক্ষা ও প্রচেষ্টা। সিনথিয়া খান বেগম রোকেয়ার স্বপ্ন দেখা সুলতানার একজন । তার এই গ্রন্থের গল্পগুলো অপরাজিতাদের নিয়ে, সুলতানাদের নিয়ে।brbr ‘অপরাজিতার গল্প’ যেখানে নারী সুন্দর, শক্তি, আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী। একদিকে যেমন প্রকাশ পেয়েছে নারী অন্তরের ভালোবাসা, কোমলতা, অন্যদিকে আত্মসম্মানবোধ, নিজেকে ভেঙে গড়ার কঠিন আকাঙ্ক্ষা।br ‘স্বাধীনতা তোমার জন্য’ গল্পের নায়িকা রূপা স্মরণ করিয়ে দেয় ১৯৭১ সালের ভয়াল দিনগুলো। নারী সম্ভ্রম বাঁচানোর মৃত্যুঞ্জয়ী সংগ্রাম এবং মুক্তিযোদ্ধার স্ত্রীর মনের গহীনে স্বামী হারাবার অব্যক্ত বেদনা। br ‘সহযাত্রী’ গল্পে নায়িকা লাবনী। ইউনিভার্সিটির চলন্ত বাসে তার মিষ্টি প্রেমের স্মৃতিরোমন্থন। br ‘প্রেমে পরা বারণ’ গল্পে আত্মপ্রত্যয়ী নারী দিশা।br ‘চারুর প্রেম কাহিনি’ গল্পে আত্মভিমানী চারু কীভাবে জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছিল, সংগ্রাম করেছিল।br ‘অন্যরকম ভালোবাসা’ গল্পে নায়িকা রিমা অসুস্থতার মধ্যেই সব না পাওয়াকে পেয়ে জয়ী হয়েছিল।br ‘অধরা মাধুরী’ গল্পে রুমা চরিত্রে ফুটে উঠেছে ভালোবাসা নারীর জন্য সব নয়, ভালোবাসার সাথে শ্রদ্ধা না থাকলে তা অলংকারহীন।br ‘তোমার শহরে একদিন’ গল্পে তমা প্রতারিত হয়ে কীভাবে নিজেকে ভেঙে নতুন করে গড়ে তোলে। জীবনের দুঃসময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে, সুখী হয়...।br ‘অপরাজিতা’ গল্প পরগাছার জীবন ত্যাগে স্বাবলম্বী হওয়া নারীর জীবনিক আন্দোলন-সংগ্রাম। br ‘অবিনশ্বর’ গল্প আত্মবিশ্বাসী সুমনার চিরসবুজ ভালোবাসা। যার ক্ষয় নেই, প্রতিকূল পরিস্থিতিতেও। ‘হেলেন অফ ট্রয়’ গল্পে অবিবাহিত মা হেমা ও তার কন্যা হেলেন চরিত্র প্রকাশ করে নারী দুর্বল নয়। প্রয়োজনে দাঁড়াতে পারে সবার বিরুদ্ধে।br একেকটি গল্প একেকজন শক্তিশালী নারী জীবনের প্রতিচ্ছবী। তাদের হৃদয়ে ভালোবাসার অফুরন্ত ফল্গুধারা ও নিরালায় হৃদয়ের রক্তক্ষরণ। অভঙ্গুর, সাহসী, দ্বিধাহীন, প্রতিবাদী, প্রতিরোধী, আত্মবিশ্বাসী নারী ‘অপরাজিতা’।br সাকিল মাসুদbr কবি ও প্রকাশক