মার্কিন কূটনীতিকের ষোল বছরের সন্তান অনীক। অনীকের বেড়ে ওঠা আশির দশকের উপান্তে। ঢাকার বেইলী রোডে, মার্কিন এম্বেসির অফিসার্স কোয়ার্টারে। বাংলা ভাষা ও কৃষ্টি শেখে অনীক, স্থানীয় এক বাংলা মিডিয়াম স্কুলে, পরে ঢাকা কলেজে। অনীকের সাথে পরিচয় ঘটে ভিকারুননিসার ছাত্রী, চট্টগ্রামের মেয়ে পৌষির। পরিচয়টা কাকতালীয়, অভূতপূর্ব এবং আকস্মিক। প্রথম দর্শনেই জন্মে অনীকের অনুরাগ; পিছু নেয় অনীক, পৌষির। কাঠখড় পুড়িয়ে অবশেষে পরিচয়; পরিচয় থেকে গভীর বন্ধুত্ব। শুরু হয় রাগ-অনুরাগের অনুরণন─শিশির পড়ার নিঃশব্দে, একান্ত নিভৃতে। অঙ্কুরিত হয় অনীক, পৌষির হৃদয়-তরঙ্গ। নিঃসঙ্গ অনীক আবিষ্কার করে পৌষির একাকিত্ব। কৈশোরিক নৈঃসঙ্গ্য আর অনুরাগের ছোঁয়ায় গাঢ় হয় দু’জনের সংবেদন। স্থিত হয় বাউন্ডুলে, স্বাপ্নিক, বইপড়ুয়া অনীক, খুঁজে পায় জীবনের অর্থ, বেঁচে থাকার সুখদ আনন্দ। ডানামেলার প্রদোষে পৌষির মেলে নির্ভরযোগ্য বন্ধু, পুরোপুরি সমর্পিত এক কিশোর প্রাণ। দু’জনের অজান্তে জীবনদেবতা অবশ্য মুচকি হেসেছিলেন। সম্পর্কটি ছিন্ন করতে সংগোপনে চলে শলাপরামর্শ আর সতর্ক পদক্ষেপ, সাথে ছক-বাঁধা কূটনীতির চাল। হার মানেনি অবশ্য অনীক, ভোলেনি প্রথম প্রেম, ছাড়েনি পৌষির বাড়িয়ে দেয়া হাত। পৌষি কী ভুলেছিলো, অনীককে? কৈশোরিক রাগ-অনুরাগ আর প্রাপ্তবয়সে স্মৃতিচারণের উপাখ্যান, আশির দশকে ঢাকার যাপিত জীবন, প্রেম ও প্রেমহীনতার কামিং অব এইজের অনুকাব্য বেইলী রোড।
শিবলী আজাদ পড়েছেন অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ও ইংরেজি সাহিত্য। স্নাতক ও স্নাতকোত্তর পাঠ ওকলাহোমা, কলাম্বিয়া ও সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে। গ্র্যাজুয়েট স্কুলে মেধা বিবেচনায় ফেলোশিপ লাভ করেন। কলাম্বিয়া ইউনিভার্সিটির চাকরি সাঙ্গ করে মার্কিন সিভিল সার্ভিসে যোগদান। গৎবাঁধা আমলার জীবন ভালো লাগেনি, অচিরেই চাকরি পরিত্যাগ। অধ্যাপনা করেছেন লিম্যান কলেজ, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের সিনিয়র কলেজে। রিভারডেইল, নিউইয়র্কের স্থায়ী বাসিন্দা শিবলী সর্বগ্রাসী, বুভুক্ষু পাঠক। ধ্রæপদী রুশ ও ফরাসি সাহিত্যে ঋদ্ধ, ভ্রমণ-সাহিত্য অন্তঃপ্রাণ শিবলীর আশৈশব শখ ডাকটিকেট, মুদ্রা, অটোগ্রাফ ও দুর্লভ বই সংগ্রহ। নিয়মিত আরবি ও স্প্যানিশ গান শোনেন। প্রিয় শহর ঢাকা, নিউইয়র্ক, ইস্তানবুল। প্রিয় দেশ মরোক্কো, মেক্সিকো। ক্যারাভানে সাহারা মরু আর ¯েøজে তুষারাচ্ছন্ন সাইবেরিয়া পাড়ি দেবার স্বপ্ন দেখেন। বইপড়া আর আড্ডা ছাড়া অন্যতম নেশা ভ্রমণ। ঘুরেছেন অনেক দেশ, ড্রাইভ করেছেন পুরো সাউথ ও সাউথ-ওয়েস্ট অ্যামেরিকা। দলবেঁধে জলে-বনে-বাদায় চষে বেড়াতে পছন্দ করেন। প্রকৃতি প্রেমিক ও ডিপ-ইকোলোজিস্ট শিবলীর ‘বীথি আপুর গল্প’ দ্বিতীয় প্রকাশিত উপন্যাস।