আজুবা পারভীন জনপ্রিয় লেখক আজুবা পারভীন এর জন্ম ১৯৭৪ সালে ২৩ সেপ্টেম্বর উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায়। তিনি অর্থনীতিতে স্নাতক-সম্মান এবং একই বিষয়ে ঢাকার ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন। বাবা প্রকৌশলী আজিজুল হক, মা মোর্শেদা বেগম একজন লেখক। তাঁরা তিন ভাই-বোন। আজুবা পারভীনের দুই ছেলে মেয়ে পড়াশোনা। স্বামী সাংবাদিক সোহেল মঞ্জুর। বাবার সরকারি চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর বিচিত্র অভিজ্ঞতা নিয়ে তাঁর লেখালেখি। বৈবাহিকসূত্রে ঢাকায় অবস্থান ও শিক্ষকতা শুরু করেন, পাশাপাশি শখের বসে সাংবাদিকতা ও বিভিন্ন পত্র- পত্রিকায় লেখালেখি করেন। ‘ধুসর আকাশে সবুজ পাখি’ তাঁর প্রথম উপন্যাস। সম্পাদনা করেছেন নারী লেখকদের নিয়ে ‘আগুনের জোছনা’ গ্রন্থ, জনপ্রিয় গল্প সংকলন ‘বিশ শব্দের গল্প’ (সংকলন ১ ও ২)। এছাড়াও বিভিন্ন পত্রিকায় নিয়মিত তার লেখা প্রকাশ হচ্ছে। অংশগ্রহণ করেন শিল্প সাহিত্য বিষয়ক বিভিন্ন টকশোতে। তিনি একজন উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার। কাজ করছেন পজিটিভ প্যারেন্টিং নিয়ে। একজন সফল সাহিত্য সংগঠক হিসেবে প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন সাহিত্য গ্রæপ ‘বিশ শব্দের গল্প’। ‘বাংলাদেশ লেখক পরিবার’। এছাড়াও তিনি একাধিক সাহিত্য বিষয়ক ফেসবুক গ্রæপের প্রতিষ্ঠাতা এডমিন। এরমধ্যে উল্লেখযোগ্য- চার লাইন কবিতা, গল্পের উঠোন, কবিতার উঠোন, বিশ শব্দের কবিতা, চেতনা, টাপুর টুপুর। এই গুণ লেখক আজীবন সাহিত্য আর মানবতার কল্যাণে কাজ করে যেতে চান। পথ দেখিয়ে যেতে চান সাহিত্যের জগতে নবাগতদের।