সাহিত্য ও গণিত- এই দুইয়ের সম্পর্ক দূরবর্তী মনে হলেও আসলে তারা অনেক কাছের। পৃথিবীর ইতিহাসে সাহিত্য ও গণিতের চর্চা করেছেন এমন অনেকেই আছেন। তুলনায় বাংলা সাহিত্যে তা আপাতত কিছুটা কম মনে হয়। কিন্তু তাও আসলে সত্য নয়। বাংলা ভাষার সাহিত্যকেও গণিত ব্যাপক প্রভাবিত করেছে। তবু এই বিষয়টাকে গ্রন্থাকারে বাংলাতে দুই মলাটের ভিতরে নিয়ে আসার কাজ মনে হয় এই প্রথম ঘটলো, যদিও খণ্ড খণ্ড কিছু প্রয়াস আগে নেয়া হয়েছে। এই গ্রন্থে মোট আটটা প্রবন্ধ আছে, যার শুরু হয়েছে কবিতা ও গণিত সম্পর্কে একটা লেখা দিয়ে। আছে বাংলা কবিতায় গণিতের প্রভাব নিয়ে একটি দীর্ঘ আলোচনা, যা চর্যাপদ থেকে শুরু করে সাম্প্রতিক বাংলা কবিতা নিয়ে আলোকপাত করেছে। আছে আর্জেন্টিনীয় কবি ও কথাসাহিত্যক হোর্হে লুই বোর্হেসের লেখাতে গণিত নিয়ে প্রবন্ধ। হুমায়ূন আহমেদের বৈজ্ঞানিক কল্প কাহিনির গণিতবিদরাও লেখকের দৃষ্টি এড়ায়নি। জাপানী কথাসাহিত্যিক ইয়োকো ওগাওয়ার একটি গাণিতিক উপন্যাস নিয়ে তিনি লিখেছেন। জীবনানন্দ দাশের কবিতা ও গল্প নিয়েও তিনটি প্রবন্ধ আছে যা তাকে নতুন আলোকে পাঠ করার আহ্বান করে। বিষয়গত দিক থেকে বইটা তাই নতুন ও পাঠকের জন্য গ্রন্থটি এক নতুন অভিজ্ঞতার জন্ম দিবে প্রত্যাশা করা যায়।