নিজের গাড়িবহরে করে যাওয়ার সময়ে অতর্কিতে খুন হলেন আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি! ষাটের দশকের যুক্তরাষ্ট্রকে আপাত দৃষ্টিতে দেখলে শান্তই মনে হতো। কিন্তু বাতাসে ভেসে বেড়াচ্ছিল বর্ণবাদের চাপা অসন্তোষ। ক্ষমতাধর হয়ে উঠছিল মাফিয়াজগতের কুখ্যাত নেতারা। তবে গোটা দেশকে টালমাটাল করে দেয়ার জন্য এই একটা ঘটনাই যথেষ্ট ছিল। ফ্র্যাঙ্ক গাইড্রি। নিউ অরলিন্সের কুখ্যাত মব বস কার্লোস মার্সেলোর অতি বিশ্বস্ত লোক। যেকোনো ঘোরালো পরিস্থিতিকে অনায়াসে সমাধান করে দেয়ায় মাফিয়া গণ্ডির ভেতরে ফিক্সার হিসেবে অতিপরিচিত সে। কিন্তু ঘটনার মারপ্যাঁচে সে পড়ে গেল চোরাবালিতে। তার বিরুদ্ধে লেলিয়ে দেয়া হলো তারই মতো খতরনাক চরিত্রের পল ব্যারনকে। গোটা আমেরিকাজুড়ে শুরু হলো তাদের ইঁদুর বিড়াল লড়াই। কিছু অপ্রত্যাশিত সম্পর্ক, বেপরোয়া সম্ভাবনা আর দ্বিতীয়বার একটা সুযোগ পাবার দুরাশায় ঘেরা কয়েকজন মানুষের জীবন একই সুতায় গেঁথে গেল হঠাৎ। কেনেডি হত্যাকাণ্ডের জন্য এক পর্যায়ে ২১৪ জনকে সন্দেহ করা হয়েছিল, তারমধ্যে ৮২ জন ছিল গুপ্তঘাতক। তবে নভেম্বর রোড কোনো ষড়যন্ত্রতত্ত্ব নির্ভর রাজনৈতিক থ্রিলার নয়। একে বলা যায় টানটান উত্তেজনায় ভরা এক রোড ট্রিপ বই। নিরাবেগ চরিত্রগুলোর মানবিকতাকে পুঁজি করেই গড়ে উঠেছে এই উপভোগ্য রোমাঞ্চকর অভিযান।