দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশবিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের ইতিহাস বিভাগের অনার্স ১ম বর্ষ থেকে মাস্টার্স শেষ বর্ষ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস একটি আবশ্যিক বিষয় হিসেবে ছাত্র-ছাত্রীদেরকে পড়তে হয়। আমার এই বইটি ইতিহাস বিভাগের একজন শিক্ষার্থীর প্রথম বর্ষ থেকে শেষ বর্ষ পর্যন্ত প্রয়ােজনীয় চাহিদা পূরণ করবে, ইনশাআল্লাহ! বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের সকল বিভাগের (মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান) ছাত্র-ছাত্রীদেরকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পড়তে হয়। তাঁদের বিষয়টি বিবেচনায় নিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের অধ্যায়গুলাে সহজভাবে উপস্থাপন করার ক্ষেত্রে আমার প্রচেষ্টায় কোন ত্রুটি রাখি নি। এছাড়া বইটিতে টু দ্যা পয়েন্ট আলােচনা করা হয়েছে। কোন বিষয়ের পরিধি বা আকার বাড়িয়ে বিশ্লেষণের দিকে মনােযােগ দেয়া হয়েছে। ফলে ছাত্র-ছাত্রীরা তাঁদের প্রয়ােজনীয় জিনিসগুলাে একসাথে সুবিন্যাস্তভাবে পাবে যা তাঁদেরকে পড়ার প্রতি আগ্রহী করে তুলবে বলে আমি বিশ্বাস করি। একই সাথে বিষয় সম্পর্কিত কিছু গল্প সংযােজন করেছি যাতে করে পাঠকদের ইতিহাস পড়ার প্রতি বাড়তি আগ্রহ জাগে। বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং চাকুরির বাজারে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও সংবিধান এবং বাংলাদেশ সংশ্লিষ্ট বিষয়াবলী থেকে যে ধরনের প্রশ্ন আসে বইটিতে অধ্যায়ভিত্তিক আলােচনা শেষে ‘এডমিশন বুস্টার’ এবং ‘জব কর্ণার’ নামে দুইটি ভাগে ভাগ করে বিগত সালের প্রশ্নগুলাের ব্যাখ্যাসহ উত্তর সংযােজন করে দেয়া হয়েছে যা শিক্ষার্থীদের স্মার্ট ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।
জনাব মােঃ রবিউল ইসলাম (নিরব) ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার চন্ডিপুর গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে কৃতিত্বের সাথে অনার্স এবং মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন। মি. নিরব ৩৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। বর্তমানে তিনি শতবর্ষের ঐতিহ্যে সমৃদ্ধ উত্তরবঙ্গের প্রসিদ্ধ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। তারুণ্যের ছোঁয়ায় উজ্জীবিত এবং শিক্ষার্থী বান্ধব এই শিক্ষক তাঁর প্রিয় ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও মােটিভেশন দেওয়ার জন্য সু-পরিচিত। তাঁর লেখা প্রথম গ্রন্থটি প্রকাশ করতে পেরে আমরা উচ্ছ্বসিত। বইটিতে গল্প, ইতিহাস ও সাধারণ জ্ঞানের এক অপূর্ব সমন্বয় রয়েছে। এটি মূলত বাংলাদেশের ইতিহাসের উপর একটি অনবদ্য মৌলিক গ্রন্থ যা শিক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংবিধান, বঙ্গবন্ধু ও সাধারণ জ্ঞানের ভিত্তি গঠনে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। বইটির গুণগত মান, লেখার ধরণ এবং এর সাবলীল প্রকাশভঙ্গি পাঠকদের মনে বাড়তি আকর্ষণ সৃষ্টি করবে বলে আমরা বিশ্বাস করি। সানরাইজ পাবলিকেশন্স এর পক্ষ থেকে সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।