কর্নেল মোহাম্মদ আবদুল হক, পিএসসি ১৯৬৩ সালের ১১ নভেম্বর ঢাকা জেলার কেরানীগঞ্জে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে কৃতি শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। ঢাকা কলেজ থেকে উ”চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর নবম বাংলাদেশ মিলিটারি একাডেমি লং কোর্সে যোগদান করেন। ১৯৮৩ সালের ২৩ ডিসেম্বর কমিশনড অফিসার (সেকেন্ড লেফটেন্যান্ট) হিসেবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ থেকে কৃতিত্বের সাথে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে বিএ এবং জাতীয় বিশ^বিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। গণপ্রজাতন্ত্রী চীন থেকে মিজাইল প্রশিক্ষণ গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীতে তা প্রচলন করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে স্টাফ অফিসার, প্রশিক্ষক, অধিনায়ক ও কমান্ডার হিসেবে অত্যন্ত সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে চাকরি করে তিনি প্রভূত সুনাম অর্জন করেন। তিনি সেনাবাহিনীর একটি অন্যতম পদাতিক ব্যাটালিয়ন ৪২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা অফিসার এবং এ ইউনিটের নিক নেম তাঁরই দেয়া ‘রণতূর্য বিয়াল্লিশ’ নামে পরিচিত। তিনি সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ইউনিট ১৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অত্যন্ত দক্ষতার সাথে কমান্ড করেন এবং তাঁর সময়ে এ ইউনিট পরপর দু’বার নবম পদাতিক ডিভিশনের শ্রেষ্ঠ ইউনিট হবার গৌরব অর্জন করে।