বইয়ের আলোচনা বা ফ্ল্যাপ: ঘাসফড়িং জীবন নাসরিন জাহান মাধুরী 'সব তোমার জন্য'- এই ধরনের একটি স্পর্শকাতর লাইন দিয়ে যার কাব্যগ্রন্থের সূচনা তিনি কতটা রোমান্টিক কবিতার স্রষ্টা তা বলার অপেক্ষা রাখে না। তিনি 'ঘাসফড়িং জীবন' কাব্যগ্রন্থের কবি নাসরিন জাহান মাধুরী। কবি ও গল্পকার নাসরিন জাহান মাধুরীর জন্ম তিতাসের আদুরে কন্যা শ্যামল অববাহিকা ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এখানেই তাঁর বেড়ে উঠা। এখন কর্মজীবন কাটাচ্ছেন নিসর্গের আর এক ইন্দ্রজাল পূণ্যভূমি সিলেটে। আর এই কারণেই কবি'র কবিতায় নদী, সাগর, পাহাড়, সবুজ প্রকৃতি বিশাল স্থান দখল করে আছে। শুধু তাই নয় দেশপ্রেমও তার কবিতায় ফল্গুধারার মতো প্রবাহমান। প্রকৃতির রূপমুগ্ধ কবি তাঁর কবিতায় ঋতু বৈচিত্রের আবীর ছড়িয়েছেন অকৃপন হাতে। বিশেষ করে শ্রাবনঋতু তাঁকে খুব আচ্ছন্ন করে। গ্রাম বাংলার মায়াময় ছবির অনন্য চিত্রকল্প দক্ষতার সাথে আঁকতে পেরেছেন কবি। তাঁর কবিতা পড়ে আমার তাই মনে হয়েছে। অন্যদিকে মানব জীবনের সুখ-দুখ আনন্দ বেদনা- টানাপোড়েন তিনি তার কবিতায় তুলে ধরেছেন অসাধারণ মুন্সিয়ানায়। আধুনিক কবিতার অন্যতম বিশিষ্ট বিশ্বভাবনা তাঁর লেখনিতে লক্ষ্য করা যায়- করোনা মহামারীর হলাহল তিনি তার মানবতাবাদী লেখনিতে তুলে আনতে পেরেছেন। অন্যদিকে তার প্রতিবাদী কলম সমাজের অবিচার অসংগতি দেখে কখনো কখনো গর্জে উঠেছে। সবশেষে বলা যায় একজন আধুনিক কবি'র সব গুনাবলিই তাঁর কবিতায় বিদ্যমান। কবি'র কবিতা পাল তুলে দিক সপ্তদরিয়ায়, খুঁজে পাক স্বপ্নের সোনালি বন্দর। জয় করে নিক পাঠকপ্রিয়তা। কবির জন্য শুভ কামনা। মাহবুব খান কবি ও ঔপন্যাসিক, প্রতিষ্ঠাতা মহাসচিব অনুশীলন সাহিত্য পরিষদ।