মানুষ মাত্রই স্বপ্নবাজ। জন্মলগ্ন থেকে আমৃত্যু স্বপ্ন দেখে। জীবনকে স্বপ্নের মতো করে সাজাতে চায়। অদম্য ইচ্ছে শক্তি মানুষকে অনেক দূর নিয়ে যায়। স্বপ্নগুলো যখন গুটি গুটি পায়ে এগিয়ে যায় অনাগত ভবিষ্যতের দিকে এক পর্যায় বসস্ত দোলা দেয় মনে। আবেগ, মায়া-মমতা, প্রেম-ভালোবাসায় মনটা পুলকিত হয়ে ওঠে। কিছু মধুর স্বপ্ন মনে শিহরণ জাগায়। ভালোলাগা থেকে একসময় ভালোবাসায় রূপ নেয়। প্রিয় মানুষের সাথে জ্যোৎ¯œায় নীল আকাশের দিকে চেয়ে চেয়ে স্বপ্নের জাল বোনে। জীবনের এই ¯্রােতধারায় ভাসতে ভাসতে কেউ কেউ তার লক্ষ্যে পৌঁছে যায়। আবার কারো কারো স্বপ্নগুলো জীবনের ত্রি-মোহনায় এসে ব্যর্থতার পাঁকে পড়ে হারিয়ে যায় আকাশের সীমানায়। স্বপ্নের সেই জ্যোৎ¯œা ভরা নীল আকাশ ফিঁকে হয়ে যায়। আসলে চাওয়া-পাওয়ার দোলাচালে জীবনের সব হিসেব মিলানো যায় না। তবু মানুষ আশায় বাসা বাঁধে। সুখ স্মৃতিগুলো মানুষকে আন্দোলিত করে, আর দুঃখ স্মৃতি মানুষের জীবনকে দুর্বিসহ করে তোলে। এসব নিয়ে রচিত হয় জীবনের গল্প-উপন্যাস। সুপ্ত চিন্তাগুলো জীবনের সফলতাÑব্যর্থতার কথা বলে। এমনই দুটি হৃদয়ের অকৃত্রিম ভালোবাসার বেদনাময় পরিণতি বা ব্যর্থতার কাহিনি নিয়ে আমার এই উপন্যাস লেখা। জানিনা এটাকে উপন্যাস বলা যাবে কিনা! সেই বিচারের ভার না হয় পাঠকের উপরই ছেড়ে দিলাম।