মেঘ/ এস এম মাসুদ রানা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে কিশোরদের জন্য যে সকল লেখক তাদের মেধার স্বাক্ষর রেখে লেখালেখিতে যশ - খ্যাতির শিখরে আরোহন করেছেন, সব্যসাচী লেখক এস এম মাসুদ রানা তাদের ভেতর অন্যতম। জন্মগতভাবে বিষয় নির্বাচনের অসাধারণ দক্ষতা রয়েছে লেখকের। তারই ফলশ্রুতি এই মুক্তিযুদ্ধ ভিত্তিক কিশোর উপন্যাস " মেঘ"( শেষ খন্ড)। "মেঘ" এর ১ম ও ২য় খন্ড প্রকাশ পেয়েছে যথক্রমে ২০২০, ২০২১ এর গ্রন্থমেলায়। ঐতিহ্যগতভাবে বৃহত্তর ময়মনসিংহের মাটিতে প্রথিত রয়েছে আমাদের শিল্প সাহিত্যের কনক আকর। সেই মাটি থেকে উঠে এসেছে পদ্মাপূরণ আর মহুয়ার পালার মতো আসাধারণ সব মাস্টারপিস। ময়মনসিংহ গীতিকার মতো কালজয়ী সৃষ্টি। সব্যসাচী লেখক এস এম মাসুদ রানা ব্রহ্মপুত্রের উর্বর পলল ভূমির এক মূর্তিমান প্রতিক। ইতোমধ্যে তার কলম থেকে বেরিয়ে এসেছে সব্যসাচী লেখকের দর্শনীয় চার-ছক্কা। মুক্তিযুদ্ধের উপর এই কালজয়ী কিশোর উপন্যাসে তিনি যে দেশপ্রেমের মূলমন্ত্র উচ্চারণ করেছেন। দৃশ্যত তার ঘাটতি রয়েছে আমাদের সমাজ জীবনে। তারই এক মহান পাঠ উজ্জীবিত তাঁর মেঘ উপন্যাসে। তাঁর বাচনভঙ্গীর সাবলিলতা ঘটনা প্রবাহের নাটকীয়তা উপন্যাসকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সবচেয়ে তাঁর লেখনি বেশি শানিত হয়ে উঠেছে যখন তিনি মুক্তিযূদ্ধের পক্ষে অপ্রিয় সত্য কথা বলার দূরন্ত দুঃসাহস দেখিয়েছেন। আর আমাদের ঘুনে ধরা বিশ্বাস আর রক্ষনশীল ভাবনার বিরুদ্ধে কথা বলে কিশোর তরুণদের চেতনার দ্বার খুলে দিতে চেস্টা করেছেন দেশপ্রেমের অসীম প্রেরণায় । বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধ'র উপর অনেক কাজ হয়েছে কিন্তু সেই সব কাজের ভেতর মেঘ আলাদাভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। তিনি এই গ্রন্থে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট অনেক অমীমাংসিত প্রশ্নের অবতারনা করে তাঁর এই কাজকে তিনি আলাদা ফ্লাটফর্মে ভোরের শুকতারার মতো জ্বলজলে করে দিয়েছেন। আরো অনেক দূর যাবে সব্যসাচী লেখক এস এম মাসুদ রানা'র এই সপ্তডিঙা মধুকর। আমি মনে করি অমর একুশে গ্রন্থমেলা ২০২২এ তাঁর আগের পাঠক প্রিয়তা ম্লান করে দিয়ে স্থাপন করবে নতুন আর এক মইলফলক- এই কামনায়। মাহবুব খান কবি, ঔপন্যাসিক প্রতিষ্ঠাতা মহাসচিব অনুশীলন সাহিত্য পরিষদ।