বইয়ের ফ্ল্যাপ বুকের চোরাবালি রাজিব হাসান যে কবি প্রথম কাব্য প্রকাশের আগে বুকের চোরাবালিতে আকন্ঠ ডুবে গেছেন তিনি প্রেম আর প্রকৃতির কবি রাজিব হাসান। 'বুকের চোরাবালি' কবি'র প্রথম কাব্যগ্রন্থ। কবি রাজিব হাসান লিখেন সহজ সরল ভাষায়। কাব্যের শরীরে পরিয়ে দেন গদ্য আর অন্তমিল ছন্দের সাতনরিহার। কবিতায় তিনি শুধু ইহজগ নিয়ে ভাবেননি সুফিবাদের মতো পরজগতকে তিনি কলমের জাদুকরী ছোঁয়ায় মূর্ত্য করে তুলেছেন। কবি'র কবিতায় উপমা, তুলনা, অলংকারের পাশাপাশি রোমান্টিকতার মায়াজাল ডানা মেলে আছে অনন্য দক্ষতায়। তাঁর সাথে আরো আছে এক অদৃশ্য ছায়ামানবী যার বেণীর দুলুনিতে কম্পমান কবি'র আসমুদ্র কাব্যভুবন। তাঁর সমগ্র কাব্যগ্রন্থ তুমি-আমি'র এক অনবদ্য প্রণয় উপাখ্যানে সমৃদ্ধ। এই কাব্যময়তা যতটা না প্রেমজাত তারচেয়ে বেশী বিরহজাত। তাই কবি লিখেন-- 'এসো, এতো কাছে না এতো কাছে এসো না তোমার রেশম চুল, অগ্নিমুখ লোভাতুর চোখ তোমার গোলাপি ঠোঁট, চুম্বনের চিহ্নসহ সেই দহন আমি অনুভব করি'। কবির সম্ভবনাময় কাব্যপ্রতিভা আরো বিকশিত হয়ে হয়তো আগামি বসন্তে পাল তুলে দেবে অসীম দরিয়ায়। সমুদ্র মন্থনে তুলে আনবে অনন্য রত্নসম্ভার। কবি'র কবিতা তার আপন মহিমায় উদ্ভাসিত হোক। লুটে আনুক ব্যাপক পাঠকপ্রিয়তা এই কামনা। কবির জন্য শুভ কামনা। মাহবুব খান কবি ঔপন্যাসিক প্রতিষ্ঠাতা মহাসচিব অনুশীলন সাহিত্য পরিষদ।
জন্মসনঃ ১৯৮৫ জন্মস্থানঃ সিরাজগঞ্জ স্কুল শিক্ষক পিতার বড় সন্তান। মা গৃহিণী ও কুরআন শিক্ষিকা। পড়াশুনাঃ ছোট বেলায় কুরআন শিক্ষা অর্জন। অতঃপর ২০০১ সালে এসএসসি ও ২০০৩ সালে এইচএসসি সম্পন্ন। অতঃপর, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে ব্যবসার উপর ব্যাচেলর ডিগ্রী অর্জন। বর্তমানে আযান হিজামা ক্লিনিকে হিজামা প্র্যাকটিস করেন। আল-কা'বা হজ্জ্ব গ্রুপের পরিচালনা পরিষদের সদস্য হিসেবে কর্মরত আছেন। মুসাফির টুরস এ্যন্ড ট্র্যাভেলস - এর সত্ত্বাধিকারী হিসেবে নিযুক্ত আছেন। গত পাঁচ বছর ধরে ইসলাম নিয়ে লেখালেখি করেন, দাওয়াতী কাজে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেন। তিনি দোয়া চেয়ে বলেন, মহান আল্লাহর কাছে যাবতীয় লৌকিকতা থেকে পানাহ চাই, মানুষকে ইসলামের দাওয়াহ দিয়ে নিজে গোমরাহিতে যেন ডুবে না যাই। اللهم تقبل منا