একটি দেশ বা জাতির সমৃদ্ধি কখনো মুষ্টিমেয় কিছু মানুষের হাত ধরে আসে না।একজন মন্ত্রীকেও সেখানে যেমন তাঁর কাজ ঠিকঠাক করতে হয়,তেমনি একজন সাধারণ মানুষকেও তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করতে হয়।এটা ঠিক, সমাজের সম্ভ্রান্ত শ্রেণী যখন কোন অন্যায় করে সেই অন্যায়ের অর্থনৈতিক কুফল হয়ত আমাদের চোখে সহজে ধরা পড়ে।কিন্তু সেই সাথে এটিও মনে রাখতে হবে যে মোট সংখ্যার দিকে কিন্তু আমাদের সাধারণ মানুষ এর পাল্লাই ভারী।একজন মন্ত্রীর দ্বারা যদি ৫ লক্ষ টাকার ক্ষতি হয় তবে আমাদের মতো ৫০০০ জন মানুষের প্রত্যেকে যদি ১০০০ টাকারও দূর্নীতি বা অন্যায় করি তবে সেই ক্ষতির পরিমাণটাও কিন্তু অনেক বেশিই হয়।আমরা হয়ত নিজেদের দিক খুব একটা তাকাই না।অথচ আমাদের অন্যায়ের দ্বারা আমাদের দেশের যে ক্ষতি হচ্ছে,সেই ক্ষতিকে আমরা হয়ত অনেক অল্প ভেবে এড়িয়ে যাই।তাই হয়ত সমাজের সম্ভ্রান্ত শ্রেণীর উপর সব দোষ চাপিয়ে আমরা মুখে কুলুপ এটে বসে থাকি।কিন্তু এটিই সত্য যে,আমরা নিজেরাই কোন অংশে কম কালপিট নই।সমাজের রন্ধ্রে রন্ধ্রে ভালো মানুষ এর মুখোশ পরে থেকে এই দেশের ক্ষতিতে আমরাও কম দায়ী নই।সমাজের হোমরা চোমরারা যখন সনাজের বুক ফেড়ে কলিজা ছিড়ে খাচ্ছে আমরা তখন সেই কাটা স্থানে লবণের ছোয়া দিয়ে সমাজের সেই ক্ষত স্থানের ক্ষত,আরো স্থায়ী করে দিচ্ছি।তারাও কালপ্রিট সাথে আমরাও।