বারোটি ভিন্ন স্বাদের গল্পের সংকলন 'শেষ বিকেলের মায়া'। পাতা ঝরার দিনে, জীবন যেখানে যেমন, গল্প নয় সত্যি, আড়ালে সূর্য হাসে না, কে তুমি মনোহারিণী, শেষ বিকেলের মায়া, জলে ভাসা পদ্ম, আত্মোপলব্ধি, আকাশ জুড়ে মেঘের বাড়ি, ভাবনাতাড়িত গল্প, মিথ্যা কিংবা কাল্পনিক, মিরুর সংসার এই বারোটি শিরোনামের গল্পগুলি আমাদের দৈনন্দিন জীবনের ঘটে যাওয়া নানান ঘটনার প্রতিচ্ছবি। এই গল্পগুলির মধ্য দিয়েই লেখক চেনা দৃশ্যগুলির একটু নতুনতর উপস্থাপনায় কিছু দিক নির্দেশনা, কিছু অসঙ্গতি, কিছু মনোকথন দিয়ে নিজেকে উম্মুক্ত করার প্রয়াস পেয়েছেন। কর্তৃত্বপরায়ন একরোখা স্বামীর সংসার করা নারীর সুখ-দুঃখ, অসম সামাজিক অবস্থানে বিয়ের ভোগান্তি, ভাই বোনের চিরাচরিত বন্ধনের অন্যরকম আখ্যান, অবেলায় সন্তানপ্রাপ্তির স্বর্গীয় অনুভূতি, একাকী নারীর সন্তান মানুষ করার সংগ্রামসহ করোনাকালীন বিপর্যস্ততা, এমনকি একটি অতিপ্রাকৃত গল্পও বইটিতে স্থান পেয়েছে। লেখকের গল্পকথনের মুন্সিয়ানা এমনই যে, পুরো একটি উপন্যাস পড়তে যাদের ধৈর্য্য হয় না, সেসব পাঠকের পাঠাভ্যাসে এই গল্পগ্রন্থটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি মনে করি। - ফৌজিয়া খান তামান্না।