মে ১৭, ২০১৪। আমাকে আমন্ত্রণ জানানো হয় অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্যে। যদিও আমি একসময় সেখানকারই ছাত্র ছিলাম, কিন্তু ভয় হচ্ছিল সেখানকার ছাত্রছাত্রীরা আমার কথা পছন্দ করবেন কি না। হাজার হোক, একজন মিলিটারি অফিসারের জীবন, যুদ্ধে-কষ্টে ভরপুর। কিন্তু অবাক করে দিয়ে, আমার সে বক্তব্য সবাই খুব ভালোভাবে গ্রহণ করলেন। সেখানে মূলত আমার সিল জীবনের দশটা মূল্যবান শিক্ষা নিয়ে কথা বলেছি। যেগুলো শুনে আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে, নিয়মগুলো শুধু সিল প্রশিক্ষণের জন্যই খাটবে। তবে সত্যি বলতে যে কারো জীবনের নানান ক্ষেত্রে প্রয়োগ করার মতো অনেক কিছুই সেখানে ছিল। গত তিন বছরে এমন অনেকের সাথে আমার দেখা হয়েছে, যারা আমার সাথে তাদের জীবনের গল্প ভাগাভাগি করেছেন, বলেছেন হাঙরের ভয়ে পালিয়ে না আসার গল্প, হাল না ছেড়ে দেওয়ার বা ঘণ্টা না বাজানোর গল্প। বলেছেন প্রতিদিন সকালবেলা ঠিকঠাক বিছানা গুছানোর অভ্যাস কীভাবে কঠিন সময় পাড়ি দিতে সাহায্য করেছে, তার গল্প। প্রত্যেককেই কৌতূহলী মনে হয়েছিল। জানতে চেয়েছিল আমার জীবনে এই দশটি শিক্ষার প্রভাব এবং এসবকে কেন্দ্র করে চারদিকে থাকা মানুষগুলো সম্পর্কে, আরও বিস্তৃতভাবে। এই বই সে উদ্দেশ্যকে সফল করার একটা প্রচেষ্টা। বইটির দশটি ভিন্ন ভিন্ন অধ্যায়ে শিক্ষার পাশাপাশি ছোটো ছোটো গল্পও তুলে ধরা হয়েছে। আলোকপাত করা হয়েছে সে সময়ে আমার চারদিকে থাকা মানুষগুলো, তাদের অধ্যবসায় এবং সাহসিকতা সম্পর্কে। আশা করি ছোট্ট বইটা আপনাদের কাছে উপভোগ্য হবে। উইলিয়াম এইচ. ম্যাকরাভেন