" বেদনা " শব্দটার মানে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে আছে, ১। দুঃখ, মনস্তাপ ২। শারীরিক কষ্ট, ৩। অনুভূতি। বেদন থেকে যেহেতু বেদনা এসেছে, আর বেদন মানে সংবেদন, তাই " বেদনা " মানে অনুভূতিও হয়। সাধারণ ব্যবহারিক বাংলা অভিধানে বেদনার অর্থ আছে, "অনুভূতি " ও " বোধ"। জীবনে বেদনা থেকে ব্যথা, আঘাত, দুঃখ পাই, বলেই বেদনায় আমরা নিজেকে চিনি। সুখবোধ তো ক্ষনিকের। বেদনা না থাকলে কোন কিছু পাওয়ার আনন্দ থাকতো না, সৃষ্টিকে মানুষ উপভোগ করতে পারতো না। বেদনা আসলে মানসিক। মায়ের মৃত্যুতে প্রচন্ড আঘাত পাই, সাংঘাতিক কস্ট পাই, অসম্ভব দুঃখে কাতর হই কিন্তু মা চলে যাওয়ার বহু বহু বছর ধরেও যে শূন্যতাটা অস্তিত্বকে গোপনে দখল করে রাখে, তার নাম বেদনা। ব্যথা ক্ষনিকের, বেদনা বহু যুগের। বেদনা কি সবাই অনুভব করতে পারেন? বেদনা ছাড়া কি জীবন আছে? এমন মানুষ কি আছে,যার বেদনা নাই? পৃথিবী স্বাক্ষ্য দেবে---- নাই। বেদনার কোন রঙ আছে কিনা জানিনা, তবে বেশীরভাগ কবি লেখক গীতিকার তাদের কবিতায়, লেখায়,প্রবন্ধে ও গানে সাহিত্যে তাদের লেখায় বেদনার রঙকে নীল বলে আখ্যায়িত করেছেন। আর বেদনা ছড়াও মানব জীবনে রয়েছে কত বেচিত্র আছে সম্পর্ক, আজে প্রাক্তন, আছে ঘরের স্বপ্ন, আছে ভুল দরজায় টোকা, আছে সন্দেহ, আছে ঋণশোধের দায়, আছে বিবিধ বিষয় সবনিয়ে আমার ভাবনা "" বেদনার রঙ নীল আর দিগন্তে বে নী আ স হ ক লা "", আন্তরিকতার কোন অভাব নেই , নিশ্চিন্তে ও নীরবে করতে পারবেন অবগাহন।