রাজনীতিময় সমকালকে শিল্পীত ছন্দে উপস্থাপনায় অনন্য কৌশলী কবি অনার্য নাঈম। কবিতার আস্বাদ নিতে যেয়ে যে কারো মনে হবে কবিতা তিনি লেখেন না; কবিতা নির্মাণ করেন সচেতন শব্দ ও বাক্য বিন্যাসে। সচরাচর ঘটে যাওয়া ঘটনার ভেতরের ঘটনাগুলোকে পরখ করে দেখার, তার নিজস্ব দৃষ্টিভঙ্গিটি সবকিছু উতরিয়ে মানুষ ও প্রকৃতির পাশাপাশি দাঁড়ায়। চলতি শব্দে সহজ বাক্যের ভেতর ইঙ্গিতময় অর্থপূর্ণ বক্তব্য প্রকাশের মাধ্যমে যে আবহ তিনি সৃষ্টি করেন; তা সমসাময়িক বুদ্ধিবৃত্তিক কবিতা চর্চার পথকে উজ্জ্বল করে চলেছে। একটা বিষয় লক্ষ্যণীয় যে, নাঈম কবিতার কাঠামোয় কৌশল কিংবা বক্তব্যের চাতুর্য যা কিছু করুক না কেন, উদ্দেশ্য স্পষ্ট যে তার লক্ষ্য মানুষ ও মানুষের রাজনীতিময় সমাজবাস্তবতাকে তুলে আনা; যেখানে মানুষ ও প্রকৃতির প্রতি তার পক্ষপাত সুস্পষ্ট। দেশ, প্রকৃতি ও মানুষের প্রতি জুলুমকে ‘না’ বলার সোচ্চার প্রতিবাদী মানুষটাকে পাঠক মাত্রই উপলব্ধি করতে পারে। ব্যাকরণ সমৃদ্ধ সুখী রমণীগণ তার চতুর্থ কাব্যগ্রন্থ। ২০১৯-২০২০-এ লেখা সবকটি কবিতা। গ্রন্থের নামের সার্থকতার পাশাপাশি বিভিন্ন বিষয়ের সম্মিলনে এ গ্রন্থের কবিতাগুলো পাঠককে ভিন্ন ভিন্ন স্বাদ দেবে। জীবন ও প্রকৃতির উপস্থিতিকেও প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে কবি তার হতাশার মধ্যে কি নতুন কোন আশাবাদের ইঙ্গিত করছেন? পাঠক, বইটি পাঠের মাধ্যমে আপনারা তার উত্তর খুঁজে দেখতে পারেন। উত্তর কি হতে পারে কিংবা কবির কাছে আদৌ এর উত্তর আছে কিনা আমরা জানি না। শিশির মল্লিক চিত্রশিল্পি ও লেখক