কাজী নজরুল ইসলামের অন্তরে শ্যামল শোভাময় চির¯িœগ্ধ বসুন্ধরার যে রূপ সুশোভিত ছিল, গানের উপমার মাধ্যমে, কথায় ও সুরে নজরুল সেই অপরূপ রূপকে আমাদের সম্মুখপানে দৃশ্যমান করেছেন। নজরুলের সে গান কখনো ঋতুরঙ্গের রূপবন্দনা হিসেবে, কখনো প্রকৃতির সুশোভন অনুষঙ্গের বর্ণনা হিসেবে, আবার কখনো যথার্থ প্রকৃতির গান হিসেবে প্রকাশিত আমাদের মাঝে। রুক্ষ, নিরস, বিবর্ণ, তাপদগ্ধ দিন, বাদলের আকাশ ঘিরে সজল হাওয়ার কান্না, মেঘে মেঘে অন্ধ আকাশে বাদল ঝরার পালা, শিউলি তলায় শারদ প্রাতের পল্লী রূপসী বালিকার ফুল কুড়ানোর চঞ্চলতা, শরতের নীল আকাশে মেঘেদের দল বেঁধে ভ্রমণ করা, শুভ্র পূজারিনির বেশে হেমন্তের শিশিরে নাওয়া, সোনালি ফসলের রঙে ভরে যাওয়া হেমন্তের মাঠ ও নবান্ন উৎসব, শীতের হিমেল হাওয়ার রিক্ত শূন্য ও উদাস প্রকৃতি, মধুর বসন্তের পু®প সৌখিনতাসহ অসংখ্য রূপ নজরুলের প্রকৃতি বিষয়ক গানে প্রকাশ পেয়েছে গভীর নান্দনিকতায়। রবি, শশী তারকার মাঝে, আকাশে পবনে, বনভূমিতে, জলরাশিতে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের যে লীলা প্রকাশ করেছেন বিধাতা আপন হাতে, তারই একটি দৃষ্টিনন্দন রূপ চিত্রিত হয়েছে কাজী নজরুল ইসলামের প্রকৃতি প্রভাবিত গানে। এ গ্রন্থে প্রকৃতির সেসব স্বর্গীয় রূপের লাবণ্যতা, মধুময়তার চিত্র তুলে ধরা হয়েছে। এ গ্রন্থটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারন কেন্দ্রের সহায়তায় করা গবেষণা কর্মের একটি পরিমার্জিত রূপ।
ড. দেবাশীষ বেপারী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি এ প্রজন্মের একজন নবীন পরিশীলিত গায়ক ও অন্বেষক। বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগর উপকূলবর্তী সুন্দরবন সংলগ্ন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন কাঁঠালতলী ইউনিয়নের বকুলতলা গ্রামে ১৯৮৫ সালের ২২শে মার্চ জন্মগ্রহণ করেন। পিতা অনিল চন্দ্র বেপারী ও মাতা সবিতা রানী। শৈশবেই পিতৃহারা হন তিনি। বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঁঠালতলী সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও পাথরঘাটা মহাবিদ্যালয় থেকে যথাক্রমে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পড়াশুনা শেষ করেন। পরবর্তীকালে ২০০৫-০৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সংগীত বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী 'জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠন'-এর সাধারণ সম্পাদক ছিলেন। নজরুল স্মৃতিধন্য ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে ২০১৩ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০২১ সালে 'সমকালীন বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের আধুনিক গান' শীর্ষক গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। নজরুলের গান ও গায়কীর প্রতি গভীর অনুরাগী এক অনুসন্ধিৎসু গবেষক ও শিল্পী তিনি। কাজী নজরুল ইসলাম ও বাংলা গানের অমর সংগীতকারদের বিচিত্র ধারার গান নিয়ে গবেষণা ও বিশ্লেষণধর্মী কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন। দেশি-বিদেশি গবেষণাধর্মী পত্রিকার সংগীত বিষয়ক প্রবন্ধকার তিনি। তাঁর প্রকাশিত গবেষণা গ্রন্থ- 'নজরুলের গানে প্রকৃতি প্রীতি' এবং 'নজরুলের কলকাতা বেতার কেন্দ্রের জীবন ও গান'।