আকিদার শুদ্ধ পাঠ ইমানের জন্য ঠিক ততটুকু গুরুত্বের দাবী রাখে, যতটা প্রয়োজনীয়তা বোধ করা হয় জীবনের জন্য অক্সিজেনের। কেননা একজন মানব-মাত্রই নিজের পরকালীন সফলতার জন্য দুনিয়ার খড়কুটোর যমিনে যথেষ্ঠ তৎপর। কিন্তু যিন্দেগির মূল-মাকসাদ হাসিল করতে বিশুদ্ধ আকিদার বিকল্প নেই। কারণ আকিদাই হল সেই কেন্দ্রবিন্দু, যাকে কেন্দ্র করে আবর্তিত হয় গোটা মানবজীবন। আকিদা যদি হয় বিশুদ্ধ, তাহলে জীবন হবে নির্মল ও স্বচ্ছ। আর যদি আকিদা হয় অশুদ্ধ, তাহলে জীবন হবে ভ্রান্তিতে পূর্ণ। কারণ বিশুদ্ধ আকিদার উপরই দাঁড়িয়ে আছে গোটা ইসলামের সুবিশাল ইমারাত। তাই সর্বাগ্রে প্রয়োজন আকিদার বিশুদ্ধতা। আর এজন্যই আমরা দেখতে পাই নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাক্কাতুল মুকাররামায় দীর্ঘ তেরো বছর সর্বোচ্চ গুরুত্বের সাথে আকিদা সংশোধনের কাজেই ব্যয় করেছেন। শিরকে নিমজ্জিত মানবতাকে শিরক আর বস্তুপূজার অতল গহবর থেকে উঠিয়ে- তাদের অন্তরাত্মাগুলোকে বিশুদ্ধ-তাওহিদের ইলাহি আলোয় আলোকিত করেছেন। যুগে-যুগে ওয়ারাসাতুল আম্বিয়া তথা নবিদের উত্তরসূরী হক্কানি-রাব্বানি উলামায়ে কেরাম ও দীনের মহান দা‘ইগণ উম্মাহর আকিদা বিশুদ্ধ করার মাধ্যমে হৃদয় থেকে হৃদয়ে ইমানি-মশাল জেলে একমাত্র রব ও মহান স্রষ্টার সাথে জুড়ে দিয়েছেন পথহারা মানবতাকে। এ গ্রন্থটিও তেমনি একটি অনন্য গ্রন্থ। যা কুরআন-সুন্নাহর আলোকে ইমান ও আকিদা বিষয়ক সমসাময়িক পাঁচশতাধিক প্রশ্নোত্তর নিয়ে রচিত বাংলাভাষায় এ যাবৎকালের সর্ববৃহৎ একটি গ্রন্থ।
মুহতারাম এনামুল হক মাসউদ। দীনে হানিফের একনিষ্ঠ অনুসারী একজন আলেমে দীন। জন্ম: ১৯৭৮ সালে। কুমিল্লা জেলার বরুড়া থানার মুড়াবাজাল গ্রামে। কিন্তু মহান আল্লাহ তা'আলার ফায়সালা, মাত্র তিন মাস বয়সে গুরুতর টাইফয়েড জ্বরের ফলে পথচলার সঙ্গী ডান পায়ের কার্য ক্ষমতা হারিয়ে ফেলেন। শৈশবের এই প্রতিবন্ধকতা তাকে থামিয়ে রাখতে পারেনি। এক পা'কে সম্বল করে ক্র্যাচে ভর করেই তিনি উচ্চশিক্ষার পথে হাঁটতে থাকেন। পড়াশোনার সূচনা হয় তার মহীয়সী মায়ের হাতে। তারপর নিজ গ্রামের ঐতিহ্যবাহী মুড়াবাজাল ইসলামিয়া ফয়জুল উলূম মাদরাসায় মক্তব থেকে শরহে বেকায়া পর্যন্ত পড়াশোনা করেন। তারপর বরুড়া দারুল উলূম মাদরাসায় হিদায়া। জামিয়া হামিদিয়া বটগ্রাম মাদরাসায় মেশকাত জামাতে অধ্যয়ন করেন। তারপর ২০০৫ সালে বাংলাদেশের সুপরিচিত ইসলামি বিদ্যাপীঠ, চট্রগ্রামের ঐতিহ্যবাহী দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন। শুরু হয় কর্মজীবন। কিন্তু জীবনের পথচলা আরও একবার থামিয়ে দেয়। ২০১৯ সালে ভালো-পা'টির কার্যক্ষমতাও হারিয়ে ফেলেন। ফলে তিনি হয়ে যান একদম বিছানাবন্দি। তবে তিনি সন্তুষ্টচিত্তে মহান রবের ফায়সালা হাসিমুখে বরণ করে নেন। একজন কর্মঠ মানুষের জীবনে এটা অনেক বড় একটি পরীক্ষা। তবুও তিনি থেমে থাকেননি। উদ্যম ও কর্ম-তৎপর এ মানুষটি বিছানায় বন্দি থেকেই দীনী গবেষণায় নিজেকে নিরলস ব্যস্ত রেখেছেন। সকল প্রতিবন্ধকতা ও শারীরিক অক্ষমতা এক পাশে রেখে স্রোতস্রীনি ঝর্ণার মতোই যেন তিনি বহমান। উম্মাহর দরদে দরদি হয়ে ইমানের অপরিহার্য বিষয় ইমান-আকিদা ও তাওহিদ বিষয়ে একের পর এক মূল্যবান গ্রন্থ আমাদেরকে উপহার দিয়ে চলেছেন। মূলত তিনি একজন লেখক-অনুবাদক ও দীনের মুখলিস দায়ী। কুরআন শিক্ষা গবেষক ও মু'আল্লিম প্রশিক্ষক । তার অনুদিত বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল- আল ওয়ালা ওয়াল বারা, কিতাবুত তাওহিদ, হারামাইনের আর্তনাদ ও বিশুদ্ধ তাওহিদ ইত্যাদি। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী ও ৪ সন্তানের জনক। দুই মেয়ে ও দুই ছেলে এবং বাবা-মাকে নিয়ে তার সংসার। কোন এক ক্লান্ত দুপুরে প্রথম দেখা হয়েছিল। সেদিন থেকে তিনি মুগ্ধতা বাড়িয়ে যাচ্ছেন। গুণমুগ্ধ আমি অবাক বিস্ময়ে তাকিয়ে তার কাজগুলো দেখছি। শারীরিক বাধা থাকা স্বত্ত্বেও তিনি অবদান রেখে যাচ্ছেন অনাগত উম্মাহর জন্যে। কর্ম প্রিয় ভাইটির জন্য হৃদয় থেকে দু'আ ও শুভ কামনা। ইন শা আল্লাহ সাময়িক এই কষ্ট শেষে একদিন সবাই আমরা মিলিত হবো চিরসুখের জান্নাতে । আল্লাহ তা'আলা তাঁকে সুস্থ্যতা ও ইমানি অবিচলতা দান করুন । তার কর্মে দান করুন বারাকাহ ।