বন্ধুরা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসে তোমাদের প্রিয় কিশোর বাংলা হাজির হয়েছে ফেব্রুয়ারি—২০২২ সংখ্যা নিয়ে। এই মাসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই যে আমরা বাংলা ভাষায় লিখতে পারছি, কথা বলতে পারছিÑ সেই অধিকারটা আমরা এই মাসেই ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জন করেছিলাম। একুশে ফেব্রুয়ারি দিনটি আমরা ১৯৫২’র ভাষা আন্দোলনের শহীদদের সম্মানে ‘শহীদ দিবস’ হিসেবে পালন করে থাকি। ইউনেস্কো ১৯৯৯ সালে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং ২০০০ সাল থেকে দিবসটি সেভাবেই পালিত হয়ে আসছে। এটি আমাদের জন্য বড় গৌরবের। বাঙালি ছাড়া ভাষার জন্য এভাবে রক্ত দেয়নি আর কোনো জাতি। অনেক কষ্টার্জিত এই ভাষা যেন বিকৃত না হয়ে যায়, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। বন্ধুরা, করোনা ভাইরাস আবারও ভয়াবহ রূপ ধারণ করেছে। এর প্রকোপে আমরা হয়তো এ বছরও হারাবো আমাদের প্রিয় অমর একুশে গ্রন্থমেলার চিরচেনা রূপ। তবে আমাদের দেশের মানুষের নিরাপত্তাটাই বর্তমানে মুখ্য। তাই তোমরা করোনা ভাইরাস থেকে বাঁচতে সকল প্রকার সতর্কতা অবলম্বন করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। কিশোর বাংলা’র সাথেই থাকো।