দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না বইটি একজন শিক্ষকের স্মৃতিকথা। গণিতের শিক্ষক প্রফেসর ড. উৎপলেন্দু দেব তাঁর স্মৃতিকথায় ছাত্র-শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করে বলেছেন, তিনি শিক্ষকতা জীবনে কোনোদিন প্রাইভেট বা কোচিংয়ে পড়াননি। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি নিয়মিত পুরোপুরি ক্লাস নিয়ে বোর্ডে বুঝিয়ে সিলেবাস শেষ করে দেই, তবে প্রাইভেট বা কোচিং-এর ব্যবসাটা কেন প্রয়োজন।’ প্রাইভেট ও কোচিং নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। এভাবে সব শিক্ষক যদি এ প্রশ্ন তুলতেন তাহলে আমাদের শিক্ষাব্যবস্থার চেহারাটাই বদলে যেতো। কিন্তু দুর্ভাগ্যজনক তা হয়নি। কারণ আমাদের শিক্ষকদের অধিংকাংশ এখন প্রাইভেট পড়াতে ব্যস্ত। শিক্ষা-ব্যবস্থার এই গলদ একদিনে হয়নি। দীর্ঘদিনের অব্যবস্থা আর শিক্ষকসহ সমাজের লোভ-লালসার জন্য। এই বিষয়টি লেখক সুন্দরভাবে তুলে ধরেছেন বইটিতে। সেই সঙ্গে লেখক একজন সচেতন নাগরিক হিসাবে দেশে ধনী-দরিদ্রের ব্যবধানের বিষয়টি উল্লেখ করেছেন। উল্লেখ করেছেন, মুক্তিযুদ্ধের চেতনার দিকটিও। আমার বিশ্বাস প্রফেসর ড. উৎপলেন্দু দেবের এ বইটি নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীসহ সকলের চিন্তার নতুন খোরাক জোগাবে। যা অত্যন্ত আবশ্যক ও জরুরি।